ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গাজীপুরে দু’কারখানায় পৃথক অগ্নিকান্ড, পৌণে ৮ ঘন্টা পর স্কয়ার ফার্মাসিউটিক্যালস কারখানার আগুন নিয়ন্ত্রণে

প্রকাশিত: ২০:৩১, ২৩ মে ২০২২

গাজীপুরে দু’কারখানায় পৃথক অগ্নিকান্ড, পৌণে ৮ ঘন্টা পর স্কয়ার ফার্মাসিউটিক্যালস কারখানার আগুন নিয়ন্ত্রণে

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরে কালিয়াকৈরের দু’টি কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সোমবার স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড কারখানা ও নূর গ্রুপের রাইয়ান টেক্সটাইল লিমিটেড কারখানায় এ অগ্নিকান্ড ঘটে। প্রায় পৌণে ৮ ঘন্টা পর স্কয়ার ফার্মাসিউটিক্যালস কারখানার আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে আগুন পুরোপুরি নেভাতে রাতে কাজ করছিলেন তারা। আগুন নেভাতে গিয়ে এক কারখানার ১০ শ্রমিক আহত হয়েছেন। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক আব্দুল হামিদ মিয়া ও স্থানীয়রা জানান, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কাঁঠালিয়া এলাকাস্থিত স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড কারখানায় নতুন ভবনের লার্জ ভলিউম প্যারেন্টাল ইউনিটে দুপুর ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তেই আগুন ছড়িয়ে পড়ে ভয়াবহ আকার ধারণ করে। কারখানার কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করে ব্যার্থ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের গাজীপুর, কালিয়াকৈর ও মির্জাপুরসহ আশেপাশের ১৪টি ইউনিট পর্যায়ক্রমে ঘটনাস্থলে পৌছে আগুন নেভানোর কাজ শুরু করেন। তারা প্রায় পৌণে ৮ ঘন্টা চেষ্টার পর রাত পৌণে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও পুরোপুরি নেভাতে পারেন নি। তবে আগুন পুরোপুরি নেভানোর জন্য রাতে কাজ করছিলেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায় নি। রাইয়ান কারখানায় অগ্নিকান্ড ॥ এদিকে একইদিন এই উপজেলার নূর গ্রুপের রাইয়ান টেক্সটাইল লিমিটেড কারখানার ফেব্রিক্সের গুদামে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এসময় আগুন নেভাতে গিয়ে কারখানার অন্ততঃ ১০ শ্রমিক আহত হয়েছে। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকাস্থিত ওই কারখানা ভবনের চতুর্থ তলায় ফেব্রিক্সের গুদামে দুপুর আড়াইটার দিকে আগুনের সূত্রাপাত হয়। মুহুর্তেই আগুন ছড়িয়ে পড়ে ভয়াবহ আকার ধারণ করে। কারখানার শ্রমিকরা আগুন নেভানোর চেষ্টা করে ব্যার্থ হয়। এসময় আগুন নেভাতে গিয়ে কারখানার অন্ততঃ ১০ শ্রমিক আহত হয়। আহতদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে পাঠানো হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের জয়দেবপুর, কালিয়াকৈর ও কাশিমপুর ডিবিএল স্টেশনের ৫ টি ইউনিট পর্যায়ক্রমে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। তারা প্রায় দেড় ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। এর সপ্তাহ খানেক আগে একই কারখানায় অপর এক অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
×