ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

কোরবানির পশু নিয়ে ঢাকার উদ্দেশে

ক্যাটল স্পেশাল ট্রেন চালু হয়েছে

প্রকাশিত: ১৮:২৮, ৬ জুলাই ২০২২

ক্যাটল স্পেশাল ট্রেন চালু হয়েছে

ক্যাটল স্পেশাল ট্রেন

কোরবানির পশু নিয়ে ঢাকায় যেতে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী-ঢাকা রুটে আজ বুধবার চালু হচ্ছেক্যাটল স্পেশাল ট্রেন বিকেল সাড়ে ৪টায় চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে ট্রেনটি। এর আগে রাজশাহী বিভাগীয় রেলওয়ের কর্মকর্তারা এসে ট্রেনের যাত্রা উদ্বোধন করবেন। চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশনের স্টেশন মাষ্টার শহিদুল ইসলাম গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেন।

জানা গিয়েছে, কাঁকনহাট, রাজশাহী, চাটমোহর, উল্লাপাড়া, বঙ্গবন্ধুর সেতু (পশ্চিম), জয়দেবপুর, টঙ্গী হয়ে বৃহস্পতিবার ভোরে ঢাকার তেজগাঁও এসে পৌঁছাবে ট্রেনটি।

শহিদুল ইসলাম বলেন, চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী-ঢাকা রুটে স্বল্প ভাড়ায় কোরবানির পশু পরিবহন করা যাবে। চাঁপাইনবাবগঞ্জ থেকে ৪টি ওয়াগন প্রস্তুত করা হয়েছে। প্রতিটি ওয়াগনে ২০টি গরু পরিবহন করা যাবে। এছাড়াও প্রতিটি ওয়াগনে ৪০টি ছাগলও পরিবহন করতে পারবেন খামারিরা।

একটি ক্যাটল ট্রেনে তিন শতাধিক পশু পরিবহন করা যাবে। আপাতত বুধ, বৃহস্পতি শুক্রবার বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ের কর্তৃপক্ষ।

×