ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘অর্থনৈতিক বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখতেন মুহিত’

প্রকাশিত: ০০:৫৮, ২৩ মে ২০২২

‘অর্থনৈতিক বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখতেন মুহিত’

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত দেশের উন্নয়নের সঙ্গে সঙ্গে অর্থনৈতিক বৈষম্য কমানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছেন। ধনী-গরিবের মধ্যে বৈষম্য কমাতে চেয়েছেন। তিনি অর্থনৈতিক বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখতেন। শিক্ষা, স্বাস্থ্যের মতো সামাজিক ক্ষেত্রগুলোর বাজেট বাড়িয়েছিলেন। নীতিনির্ধারক হিসেবেও সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করেছেন। আবুল মাল আবদুল মুহিতের স্মরণে রবিবার জ্ঞানতাপস আব্দুর রাজ্জাক ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এ মন্তব্য করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় অধ্যাপক ডাঃ শাহলা খাতুন। ফাউন্ডেশনের ট্রাস্টি লুভা নাহিদ চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, বেঙ্গল ফাউন্ডেশন ও জ্ঞানতাপস আব্দুর রাজ্জাক ফাউন্ডেশনের ট্রাস্টি আবুল খায়ের লিটু, ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, মুক্তিযুদ্ধ জাদুঘর ও ফাউন্ডেশনের ট্রাস্টি মফিদুল হক এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গবর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ। মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক বলেন, মানুষের জন্য ইতিবাচক হতে পারে এমন কাজে তিনি সবসময় সহযোগিতা দিয়েছেন। মুক্তিযুদ্ধ জাদুঘর গড়ে তুলতে তার অবদান ভুলবার নয়। আবুল মাল আবদুল মুহিত নিজেকে কখনও জাহির করতেন না। তিনি যে বইগুলো লিখেছেন, সেগুলো অনেকের হয়ে লিখেছেন।
×