ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আরও ৬ জন হাসপাতালে বর্ষা না আসতেই বাড়ছে ডেঙ্গু রোগী

প্রকাশিত: ০০:৫৮, ২৩ মে ২০২২

আরও ৬ জন হাসপাতালে বর্ষা না আসতেই বাড়ছে ডেঙ্গু রোগী

স্টাফ রিপোর্টার ॥ বর্ষা মৌসুম এখনও শুরুই হয়নি। বৈশাখ শেষ হয়ে জ্যৈষ্ঠের শুরুতেই দেশজুড়ে বাড়তে শুরু করেছে ডেঙ্গু রোগী। বিশেষ করে রাজধানীতে বাড়ছে এ রোগে আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন হাসপাতালে আরও ৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত রাজধানীর হাসপাতালগুলোতে মোট ২৭ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। রবিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, বর্তমানে ঢাকার ৪৭টি সরকারী-বেসরকারী হাসপাতালে সর্বমোট ২৭ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
×