ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ফিলিপ্পোর আশ্রয় ক্যাম্পে ‘নাগরিকত্ব না পেলে ফিরবে না রোহিঙ্গারা’

প্রকাশিত: ০০:৫৭, ২৩ মে ২০২২

ফিলিপ্পোর আশ্রয় ক্যাম্পে ‘নাগরিকত্ব না পেলে ফিরবে না রোহিঙ্গারা’

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ মিয়ানমারে নাগরিকত্ব প্রদান নতুবা তৃতীয় কোন দেশে নিয়ে যেতে ব্যবস্থা করার দাবি জানিয়েছে আশ্রিত রোহিঙ্গারা। উখিয়া টেকনাফে অবস্থান করা উদ্বাস্তুরা মিয়ানমারে কেন ফিরে যাচ্ছেনা ফিলিপ্পো গ্র্যান্ডির এমন প্রশ্নের উত্তরে রোহিঙ্গারা এ কথা বলেন। জবাবে ইউএনএইচসিআর প্রধান ফিলিপ্পো গ্র্যান্ডি এ বিষয়ে উর্ধতন কর্তৃপক্ষকে জানাবেন বলে রোহিঙ্গা প্রতিনিধিদের আশ্বস্ত করেন। রবিবার সকালে কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবির পরিদর্শনে যান। সকাল ৯টায় উখিয়ার কুতুপালং মেগা আশ্রয় শিবির ও বালুখালীর ১৮নং ক্যাম্প পরিদর্শন করেন। রোহিঙ্গাদের নিয়ে সার্বিক কার্যক্রমও পরিদর্শন করে কুতুপালং রেজিস্ট্রার্ড রোহিঙ্গা শিবিরের কমিউনিটি সেন্টারে সকাল ১০টায় রোহিঙ্গা প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে মিলিত হন ফিলিপ্পো গ্র্যান্ডি। ওই বৈঠকে রোহিঙ্গাদের অবস্থাদি জিজ্ঞাসা করেন তিনি। তারা কেন নিজ দেশে (মিয়ানমার) ফিরে যাচ্ছেনা মর্মে প্রশ্ন তোলেন। মিয়ানমারের নাগরিকত্ব না পাওয়া পর্যন্ত বাংলাদেশ ছাড়তে তারা রাজি নয় বলে জানায়। জাতিসংঘের শরণার্থী বিষয়ক এই প্রধান কর্মকর্তাকে তৃতীয় কোন দেশে নিয়ে যেতেও দাবি জানিয়েছে রোহিঙ্গা প্রতিনিধিরা।
×