ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পটিয়ায় আপীলেও টেকেনি নৌকার প্রার্থী

প্রকাশিত: ২৩:৩০, ২৩ মে ২০২২

পটিয়ায় আপীলেও টেকেনি নৌকার প্রার্থী

নিজস্ব সংবাদদাতা, পটিয়া, চট্টগ্রাম ॥ চট্টগ্রামের পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী মামুনুর রশিদ রাসেল আপীলেও ঋণ খেলাপীর কারণে ঝরে পড়েছেন। রবিবার ইউপি নির্বাচনের আপীল বিভাগের চট্টগ্রামের সিনিয়র জেলা নির্বাচনী অফিসার ও আপীল কর্তৃপক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন শুনানি শেষে ইউপি নির্বাচনের রিটার্নিং অফিসারের আদেশ বহাল রাখেন। নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে শুনানিতে অংশগ্রহণ করেন- নৌকা প্রতীকের প্রার্থী মামুনুর রশিদ রাসেল, এ্যাডভোকেট আবদুল গণি, এ্যাডভোকেট রেজাউল করিম, খোরশেদ আলম, প্রার্থীর সমর্থনকারী বাদল। অপর দিকে, প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আবদুর রশিদ দৌলতীর পক্ষে শুনানিতে অংশগ্রহণ করেন এ্যাডভোকেট রফিক আহমদ, সেকান্দর তালুকদার, শফিউল আলম দৌলতী, আহমদুল হক তালুকদার ও পেয়ার মোহাম্মদ। বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট কার্ডের ঋণ খেলাপীর অভিযোগে নৌকা প্রতীকের প্রার্থী মামুনুর রশিদ রাসেলের মনোনয়ন রিটার্নিং অফিসার বাতিল করেন। জানা গেছে, চতুর্থ ধাপে গত ২৬ ডিসেম্বর পটিয়া উপজেলার ১৭ ইউনিয়নে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে উপজেলার ছনহরা ইউনিয়নে ৫টি ভোট কেন্দ্রে জোরপূর্বক ভোট গ্রহণসহ বিভিন্ন অভিযোগে প্রতিদ্বন্দ¦ী প্রার্থী আবদুর রশিদ দৌলতী উচ্চ আদালতে একটি রিট মামলা করেন। ওই মামলার বিবাদী মুক্তিযোদ্ধা শামসুল আলম চেয়ারম্যান নির্বাচিত হয়ে মারা যাওয়ায় নির্বাচন কমিশন আগামী ১৫ জুন উপ-নির্বাচনের তারিখ ঘোষণা করে। নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী করা হয় মুক্তিযোদ্ধা শামসুল আলমের পুত্র মামুনুর রশিদ রাসেল, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবদুর রশিদ দৌলতী, মোঃ সাহাবুদ্দিন, মোঃ জাহেদুল হক মনোনয়ন ফরম দাখিল করেন। এর মধ্যে ঋণ খেলাপীর অভিযোগে পটিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা আরাফাত আল হোছাইনী মনোনয়ন বাতিল করেন। রবিবার আপীল বিভাগের শুনানিতে রিটার্নিং অফিসারের আদেশ বহাল রাখেন। নৌকা প্রতীকের প্রার্থী মামুনুর রশিদ রাসেল জানিয়েছেন, আপীল বিভাগ মনোনয়ন বাতিল করলেও তিনি শীঘ্রই এটি নিয়ে উচ্চ আদালতে একটি রিট করবেন। পটিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার আরাফাত আল হোসাইনী জানিয়েছেন, ঋণ খেলাপীর অভিযোগে নৌকা প্রতীকের প্রার্থী মামুনুর রশিদ রাসেলের প্রার্থিতা বাতিল আপীল বিভাগও বহাল রেখেছে।
×