ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

যমুনায় নিখোঁজ নাসা গ্রুপের কর্মকর্তার লাশ উদ্ধার

প্রকাশিত: ২৩:২৭, ২৩ মে ২০২২

যমুনায় নিখোঁজ নাসা গ্রুপের কর্মকর্তার লাশ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, মানিকগঞ্জ ॥ মানিকগঞ্জের শিবালয় উপজেলার জাফরগঞ্জ যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ নাসা গ্রুপের মহাব্যবস্থাপকের লাশ দুইদিন পর উদ্ধার হয়েছে। রবিবার দুপুরে স্থানীয় লোকজন নদীতে ভাসমান অবস্থায় তার লাশ দেখতে পায়। পরে পাটুরিয়া নৌ-থানা পুলিশ তার লাশ উদ্ধার করে। নিহত ওই ব্যক্তির নাম আশ হাবিব (৪৩)। তিনি ঢাকার আশুলিয়ার ঘোষবাগ এলাকায় অবস্থিত নাসা গ্রুপের (গার্মেন্টস) মহাব্যবস্থাপক। তার বাড়ি বগুড়া শহরের ফুলবাড়ি এলাকায়। স্ত্রী ও ১০ বছরের শিশু ছেলেকে নিয়ে তিনি সাভারের রেডিও কলোনি এলাকায় বসবাস করতেন। পাটুরিয়া নৌ থানা পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, ফেসবুকে শিবালয়ের জাফরগঞ্জ এলাকায় যমুনা নদী ও প্রাকৃতিক দৃশ্যের ছবি দেখে হাবিব ওই এলাকা দেখার পরিকল্পনা করেন। গত শুক্রবার তিনি ব্যক্তিগত গাড়ি নিয়ে সেখানে বেড়াতে যান। বেলা তিনটার দিকে তিনি স্ত্রী শামীমা নাসরিন ও ছেলে অহনকে (১০) যমুনা নদীর তীরে বসিয়ে রেখে গোসল করতে নামেন। বেশ কিছুক্ষণ গোসল ও সাঁতার কাটার একপর্যায়ে তিনি নদীতে ডুবে যান। শুক্রবার স্থানীয় জেলেরা তাকে খোঁজাখুঁজি করে সন্ধান করতে পারেনি। সন্ধ্যা হয়ে যাওয়ায় শনিবার সকাল সাতটা থেকে সন্ধ্যা পর্যন্ত জাফরগঞ্জ ও এর আশপাশে যমুনা নদীতে ফায়ার সার্ভিস ও নৌপুলিশের ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়ে নিখোঁজ হাবিবের সন্ধান করতে পারেনি। রবিবার বেলা ১১টার দিকে ঘটনাস্থল জাফরগঞ্জ এলাকা একটু ভাটিতে ওই হাবিবের লাশ ভেসে উঠলে স্থানীয় লোকজন টেনে নদীর তীরে এনে রাখেন। খবর পেয়ে পাটুরিয়া নৌ-থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। পাটুরিয়া নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুবকর সিদ্দিক জানান, প্রাপ্ত ছবি দেখে লাশের পরিচয় শনাক্ত করা হয়েছে। নিহত ব্যক্তির স্বজনদের খবর দেয়া হয়েছে। প্রয়োজনীয় আইনী প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
×