ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চবি ছাত্রলীগের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ

প্রকাশিত: ২৩:২৬, ২৩ মে ২০২২

চবি ছাত্রলীগের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ

চবি সংবাদদাতা ॥ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের কর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, এক ছাত্রলীগ কর্মীর মোটরসাইকেলের সঙ্গে একটি অটোরিক্সার ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলের কিছু অংশ ভেঙ্গে যায়। পরে রিক্সাওয়ালার সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে ওই ছাত্রলীগ কর্মী। এ সময় স্থানীয় কয়েকজন তাকে অকথ্য ভাষায় গালাগাল করে। এরপর কয়েকজন ছাত্রলীগ কর্মী এগিয়ে আসলে তাদের মারধর করে স্থানীয়রা। উভয়পক্ষে আরও লোক জড়ো হয়ে দুই নম্বর গেটের উভয় পাশে অবস্থান নেয় এবং পরস্পর ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রবিউল ইসলাম বলেন, আমরা খোঁজ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। যে কোন ধরনের অপ্রীতিকর অবস্থা এড়াতে আমরা যথাযথ ব্যবস্থা নেব।
×