ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পি কে হালদারকে দেশে ফিরিয়ে এনে সুষ্ঠু বিচারের দাবি

প্রকাশিত: ২৩:২১, ২৩ মে ২০২২

পি কে হালদারকে দেশে ফিরিয়ে এনে সুষ্ঠু বিচারের দাবি

অর্থনৈতিক রিপোর্টার ॥ জনগণের টাকার নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ার অভিযোগ তুলে বাংলাদেশ ব্যাংকের গবর্নর ফজলে কবিরের পদত্যাগ দাবি করেছেন পিপলস লিজিং এ্যান্ড ফাইন্যান্স কোম্পানির আমানতকারীরা। সেই সঙ্গে পি কে হালদারকে দেশে ফিরিয়ে এনে সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন তারা। রবিবার জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। এ দিন পিপলস লিজিং এ্যান্ড ফাইন্যান্স কোম্পানিতে বিনিয়োগ করা ছয় হাজার আমানতকারীর পক্ষে বক্তব্য রাখেন মোঃ আতিকুর রহমান আতিক।
×