ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মাঙ্কিপক্স নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় সতর্কতা জারি

প্রকাশিত: ২২:৪৬, ২৩ মে ২০২২

মাঙ্কিপক্স নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় সতর্কতা জারি

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ ইউরোপ, আমেরিকা ও আফ্রিকাসহ বিশ্বের বিভিন্ন দেশে মাঙ্কিপক্স ছড়িয়ে পড়ছে। মাঙ্কিপক্স ভাইরাস সংক্রমণ প্রতিরোধে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে সতর্কতা জারি করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। রবিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন ডাঃ একরাম উল্লাহ জানান, ভার্চুয়ালির মাধ্যমে স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন প্রফেসর আহমেদুল কবির মাঙ্কিপক্সের বিষয়ে আমাদের সতর্কতার নির্দেশনা দিয়েছেন। রোগ নিয়ন্ত্রণ শাখা থেকে মাঙ্কিপক্সের নিয়মাবলী সম্পর্কে চিঠিও দেয়া হয়েছে। তিনি আরও জানান, আখাউড়া স্থলবন্দরে স্বাস্থ্য পরীক্ষা জোরদার করা হবে। যেসব দেশ আক্রান্ত হচ্ছে সেসব দেশ থেকে যারা আসছেন তাদের বিষয়ে সতর্কতা অবলম্বন করা হচ্ছে। যদি তাদের শরীরে এই ভাইরাস পাওয়া যায় তাদের সংক্রমণব্যাধি হাসপাতালে প্রেরণ করা হবে। যেহেতু এটা নতুন রোগ তাই সকলে সতর্ক থাকতে হবে। এছাড়াও সংক্রমণব্যাধি হাসপাতালগুলো প্রস্তুত আছে।
×