ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কুয়াকাটায় ভেসে আসা নতুন প্রজাতির তিমির মৃত্যু

প্রকাশিত: ২২:৪৫, ২৩ মে ২০২২

কুয়াকাটায় ভেসে আসা নতুন প্রজাতির তিমির মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী ॥কুয়াকাটা সৈকতের তিন মোহনার বেলাভূমে একটি নতুন প্রজাতির তিমি আহত অবস্থায় ভেসে এসেছে। রবিবার সকাল সাতটায় তিমিটি ভেসে আসলেও নয়টার দিকে মারা গেছে। কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্যরা এটিকে তিন দফা সাগরের পানিতে ভাসিয়ে দিলেও শেষ রক্ষা হয়নি। তিমিটি মারা যায়। ওয়ার্ল্ড ফিশ ইকোফিশ এর সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি জানান, আমরা প্রথমে এটিকে ডলফিন ভেবেছিলাম। পরে নিশ্চিত হয়েছি এটি নতুন প্রজাতির তিমি। এটির লেজ ও পাখনায় রশি ও জাল পেঁচানো ছিল। খুব ব্লিডিং হচ্ছিল। এটি আহত অবস্থায় ভেসে এসেছে। মৃত তিমিটি মৎস্য বন্দর আলীপুরে নিয়ে আসা হয়েছে। আন্তর্জাতিক জীববৈচিত্র দিবসে এটির মৃত্যুর কারণে এখানকার পরিবেশ কর্মীরা উৎকণ্ঠা প্রকাশ করেছেন।
×