ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আইপিএলের প্লে-অফ চূড়ান্ত

প্রকাশিত: ২১:৫৮, ২৩ মে ২০২২

আইপিএলের প্লে-অফ চূড়ান্ত

স্পোর্টস রিপোর্টার ॥ আইপিএল ইতিহাসের সফল দল মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংসের ভরাডুবি, লীগ পর্ব থেকেই রোহিত শর্মা, মহেন্দ্র সিং ধোনিদের বিদায়, ডু অর ডাই ম্যাচে ‘মৃত’ মুম্বাইর কাছে দিল্লী ক্যাপিটালসের হারে অন্তিম মুহূর্তে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর শেষ চারের টিকেট পাওয়া- এমনি নানান ঘটনা আর অঘটনের মধ্য দিয়ে শেষ হলো এবারে লীগ পর্ব। চমক দেখিয়ে টেবিল টপার হিসেবে প্লে-অফে উঠে এলো নতুন দল গুজরাট টাইটান্স। ১৪ ম্যাচে ১০ জয় ও ৪ হারে সর্বোচ্চ ২০ পয়েন্ট হারদিক পান্ডিয়াদের। ৫ হারের বিপরীতে ৯ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে সাঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস। আরেক নতুন ফ্র্যাঞ্জাইজি লক্ষেèৗ সুপার জায়ান্টসেরও পয়েন্ট সমান ১৯। নেট রান রেটের বিচারে তিন নম্বরে লোকেশ রাহুলের দল। ৮ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে চারে ফ্যাফ ডুপ্লেসিসের বেঙ্গালুরু। কলকাতার ইডেন গার্ডেন্সে গুজরাট-রাজস্থান প্রথম কোয়ালিফায়ার আগামি কাল। শীর্ষ দুই দল গুজরাট-রাজস্থান ‘কোয়ালিফায়ার-১’ ম্যাচের জয়ী দল সরাসরি উঠে যাবে ফাইনালে। আর হেরে যাওয়া দল খেলবে ‘কোয়ালিফায়ার-২’ ম্যাচে। অন্যদিকে বুধবার কলকাতায় ‘এলিমিনেটর’ ম্যাচে খেলবে টেবিলের তৃতীয় ও চতুর্থ দল লক্ষেèৗ ও বেঙ্গালুরু। এই ম্যাচে হেরে যাওয়া দল বাদ পড়বে, জয়ী দল খেলবে ‘কোয়ালিফায়ার-২’ ম্যাচে। ওই ম্যাচ আহমেদাবাদে। সেখানেই বিশ্বের সর্বোচ্চ ধারণ ক্ষমতাসম্পন্ন নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনাল আগামী রবিবার।
×