ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বার্মিংহামে চ্যাম্পিয়ন দিনা-স্মিথ

প্রকাশিত: ২১:৫৭, ২৩ মে ২০২২

বার্মিংহামে চ্যাম্পিয়ন দিনা-স্মিথ

স্পোর্টস রিপোর্টার ॥ চলতি মৌসুমের সূচনাটা ভালো করতে পারেননি দিনা এ্যাশার-স্মিথ। তবে দ্বিতীয় টুর্নামেন্টেই নিজের জাত চেনালেন গ্রেট ব্রিটেনের এই তারকা স্প্রিন্টার। বার্মিংহাম ডায়মন্ড লীগের ১০০ মিটারে বাজিমাত করেই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন তিনি। শনিবার ১১.১১ সেকেন্ডে ফিনিশিং লাইন স্পর্শ করে প্রথম হন দিনা-এ্যাশার স্মিথ। প্রতিযোগিতায় দ্বিতীয় হয়ে ফিনিশিং লাইন স্পর্শ করেছেন টোকিও অলিম্পিকের ব্রোঞ্জ পদকজয়ী শেরিকা জ্যাকসন। আর তৃতীয় হয়েছেন দিনা-এ্যাশার স্মিথেরই স্বদেশী ডেরিল নেইতা। ২০০ মিটারে স্পেশালিস্ট আমেরিকার স্প্রিন্টার গ্যাবি থমসন প্রতিযোগিতা শেষ করেছেন পাঁচ নম্বরে থেকে। গত কয়েক বছর ধরেই ট্র্যাক এ্যান্ড ফিল্ডের আলোচিত মুখ দিনা এ্যাশার স্মিথ। ২০২০ টোকিও অলিম্পিকের জন্যও ফেবারিটের তকমাটা গায়ে মাখানো ছিল তার। কিন্তু দুর্ভাগ্য স্মিথের! অলিম্পিকের আগেই হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন তিনি। যে কারণে কপাল পুড়ে ব্রিটিশ তারকার। এরপর এই ডায়মন্ড লীগের ১০০ মিটারে প্রথম হওয়াটাই তার সেরা ফলাফল। যে কারণে দারুণ খুশি ২৬ বছরের এই তারকা স্প্রিন্টার। প্রথম হওয়ার পর নিজের অভিমত প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘চলতি মৌসুমে এটাই আমার প্রথম ১০০ মিটারের প্রতিযোগিতা। প্রথম হয়ে প্রতিযোগিতা শেষ করতে পেরে আমি খুব আনন্দিত। এমন ফিল্ডে এই তাপমাত্রার মধ্যেও জিতে আমি খুশি। বিশ্ব চ্যাম্পিয়নশিপে পারফর্ম করাটাই আমাদের মূল লক্ষ্য। এর পাশাপাশি এই গ্রীষ্মের তিন চ্যাম্পিয়নশিপের সবকটিতেই প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। সেজন্য আমাকে অবশ্যই এমন স্বাচ্ছন্দ্যে থাকতে হবে।’ ২০১৯ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ২০০ মিটারে চ্যাম্পিয়ন হয়ে গোটা দুনিয়াকেই চমকে দিয়েছিলেন দিন স্মিথ। কিন্তু এরপর আর নিজেকে সেভাবে মেলে ধরতে পারছিলেন না তিনি।
×