ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

হ্যাটট্রিক করে চুক্তি উদ্যাপন এমবাপের

প্রকাশিত: ২১:৫৭, ২৩ মে ২০২২

হ্যাটট্রিক করে চুক্তি উদ্যাপন এমবাপের

স্পোর্টস রিপোর্টার ॥ টানা পাঁচটি বছর কিলিয়ান এমবাপেকে পেতে আদাজল খেয়ে বসে ছিল রিয়াল মাদ্রিদ। গত কয়েক মাসের খবরে জানা গিয়েছিল, স্প্যানিশ পরাশক্তিদের তাঁবুতে ফরাসী ফরোয়ার্ডের নাম লেখানো সময়ের ব্যাপার মাত্র। কিন্তু ফরাসী লীগ ওয়ানে মৌসুমের শেষ দিনে এসে ডিগবাজি মেরেছেন বিশ্বকাপজয়ী এমবাপে। ২০২১-২২ মৌসুমের শেষ ম্যাচে মেটজের বিরুদ্ধে মাঠে নামার আগেই পিএসজির সাথে আরও তিন বছর চুক্তি নবায়ন করেন তরুণ তারকা এমবাপে। এর পর পরই মাঠে নেমে দুর্দান্ত হ্যাটট্রিক করে নতুন চুক্তি নবায়ন উদ্যাপন করেন তিনি। এমবাপের হ্যাটট্রিকে ভর করে সফরকারী মেটজকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে স্বাগতিক পিএসজি। এর ফলে এমবাপের মৌসুমে মোট গোলসংখ্যা হয়েছে ২৮টি। আর টানা চতুর্থবারের মতো লীগ ওয়ানের সর্বোচ্চ গোলদাতাও হয়েছেন তিনি। শনিবার রাতে প্যারিসের পার্ক দ্য প্রিন্সেস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্যারিসের পরাশক্তিদের বাকি দুই গোল করেন ব্রাজিলিয়ান তারকা নেইমার ও আর্জেন্টিনার এ্যাটাকিং মিডফিল্ডার এ্যাঞ্জেল ডি মারিয়া। ম্যাচে এক গোল করে মাত্র তৃতীয় ফুটবলার হিসেবে তিন ক্লাবের হয়ে ‘১০০’ গোল করার কৃতিত্ব দেখিয়েছেন নেইমার। এর আগে এই কীর্তি আছে শুধু নেইমারের দেশ ব্রাজিলের সাবেক কিংবদন্তি রোমারিও ও পর্তুগীজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। বিশাল এই জয়ে আগেই চ্যাম্পিয়ন হওয়া পিএসজির ঝুলিতে জমা পড়েছে ৩৮ ম্যাচে ৮৬ পয়েন্ট। এটি ছিল পিএসজির হয়ে ডি মারিয়ার শেষ ম্যাচ। যে কারণে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। ৬৭ মিনিটে গোল করার কিছুক্ষণ মাঠ থেকে মারিয়াকে তুলে নেয়া হয়। এসময় পিএসজির সবাই দাঁড়িয়ে ‘গার্ড অব অনার’ দেন তাকে। সতীর্থদের সবাইকে আলিঙ্গন করে সমর্থকদের তুমুল করতালির মধ্যে ডাগআউটে যান তিনি। গ্যালারিতে তখন ডি মারিয়ার স্ত্রীর চোখেও ছিল জল। ২০২৫ সাল পর্যন্ত পিএসজির হয়ে চুক্তি নবায়নের পর এমবাপে বলেন, ফ্রান্সে থাকতে পেরে আমি খুব খুশি। এটা আমার শহর। এ সময় তিনি ২০২৫ সাল লেখা জার্সি হাতে পিএসজি সভাপতি নাসির আল-খেলাফির সাথে দাঁড়িয়ে সকলকে উদ্দেশ করে তিনি আরও বলেন, আশা করি আমি যা করতে বেশি পছন্দ করি সেটাই আমি করে যাওয়ার চেষ্টা করব। আর সেটা হচ্ছে ম্যাচ জেতা ও শিরোপা এনে দেয়া। এর ফলে বিশ্ব ফুটবলে সময়ের সবচেয়ে আলোচিত ট্রান্সফারের অবসান হয়েছে। এমবাপেকে পেতে রিয়ালের পক্ষ থেকে একের পর এক প্রস্তাব দেয়া হয় ফরাসী ফরোয়ার্ডকে। মাঝেমধ্যে তিনি নিজেই রিয়ালে খেলার আগ্রহের কথা জানান। সবশেষ গত এক মাসে তার রিয়ালে যাওয়া অনেকটাই নিশ্চিত ছিল। যে কারণে হুট করে এমবাপের পিএসজিতে থেকে যাওয়ায় বিস্মিত হয়েছেন অনেকে। বিশেষ করে রিয়াল মাদ্রিদের ভক্ত-সমর্থকেরা। তারা এখন এমবাপেকে বিশ্বাসঘাতক হিসেবে অভিহিত করছেন। রিয়ালের তারকা ফরোয়ার্ড করিম বেঞ্জামাও ইঙ্গিত করেছেন এমবাপে বিশ্বাসঘাতকতা করেছেন। ডেভিড পুলিডো নামে ৪২ বছর বয়সী রিয়াল মাদ্রিদের এক সমর্থক বলেন, এমবাপে দুই ক্লাবের সাথে বাজেভাবে খেলেছেন। প্রথমত সে রিয়ালে আসতে চেয়েছে, আর এখন অর্থের কারণে পিএসজিতে থেকে গেছে। সে নিঃসন্দেহে অসাধারণ খেলোয়াড়। আমি তাকে একসময় খুব পছন্দ করতাম। কিন্তু এখন আর করব না। অন্যদিকে রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সিলোনার সমর্থকরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তারা এমবাপে পিএসজিতে থেকে যাওয়ায় স্বস্তি প্রকাশ করেন। এখন নেইমার ও লিওনেল মেসির সাথে এমবাপেকে ধরে রাখতে পেরে পিএসজি আগামী মৌসুমে আবারও চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে। ইউরোপ সেরা হওয়ায় এখন দলটির প্রধান টার্গেট। ২০১৭ সালের আগস্টে এক বছরের ধারে মোনাকো থেকে পিএসজিতে যোগ দিয়েছিলেন এমবাপে। সেই চুক্তি প্রায় ১৮০ মিলিয়ন ইউরোর স্থায়ী চুক্তিতে পরিণত হয়েছে।
×