ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ফতুল্লায় স্কুলছাত্র হ্যার বিচার চেয়ে দ্বারে দ্বারে ঘুরছেন পিতা

প্রকাশিত: ২১:৪৩, ২৩ মে ২০২২

ফতুল্লায় স্কুলছাত্র হ্যার বিচার চেয়ে দ্বারে দ্বারে ঘুরছেন পিতা

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ ফতুল্লার ইসদাইর বাজার এলাকায় রাবেয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ধ্রুব চন্দ্র দাস (১৫) হত্যার বিচার চেয়ে প্রশাসনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে হন্যে হয়ে ঘুরছেন নিহতের অসহায় পিতা মাধব চন্দ্র দাস। নিহতের পিতা ও মাতাসহ আত্মীয়-স্বজন ও সহপাঠীরাও এ হত্যাকান্ডের সুষ্ঠু বিচার ও খুনীদের ফাঁসি দাবি করে মানববন্ধন পালন করেছেন। এ হত্যাকান্ডের ঘটনায় এখন পর্যন্ত ৬ আসামিকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানান। জানা যায়, ধ্রুব চন্দ্র দাসকে গত ১৭ মে রাত ৯টায় তার সহপাঠী রিপন ও রুদ্র চন্দ্র দাস আরেক সহপাঠীর জন্মদিনের গিফ্ট কেনার কথা বলে ডেকে নিয়ে যায়। পরে রাবেয়া উচ্চ বিদ্যালয়ের সামনে নিয়ে তার সহপাঠীসহ সন্ত্রাসীরা ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে সে গুরুতর আহত হয়। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পরদিন ১৮ মে নিহত ধ্রুব চন্দ্র দাসের পিতা সাধন চন্দ্র দাস বাদী হয়ে মোঃ ইয়ামিন, পিয়াশ দাস, তুহিন, শ্রী রিপন, রুদ্র চন্দ্র দাস, অন্তু চন্দ্র শীল, জয় চন্দ্র দাস, ফয়সাল, হিমেল, প্রভাত ও অজ্ঞাতনামা ২-৩ জনকে আসামি করে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় পুলিশ এ পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করেছে। নিহতের পিতা তার একমাত্র ছেলে হত্যার সুষ্ঠু বিচার চেয়ে প্রশাসনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের কাছে হন্যে হয়ে ঘুরছেন। মাধব চন্দ্র দাস কান্নাজড়িত কণ্ঠে বলেন, তার ছেলে ধ্রুব চন্দ্র দাস খুবই মেধাবী ছাত্র ছিল। ধ্রুব চন্দ্র দাস লেখাপড়ার ফাঁকে ফাঁকে আমাদের ডাইং ব্যবসা দেখাশোনা করত। আমার নিরাপরাধ ছেলেকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমরা এ হত্যার সুষ্ঠু বিচার দাবি করছি। আমার ছেলের হত্যার খুনীদের সর্বোচ্চ শাস্তি- ফাঁসির দাবি জানাই। ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোঃ তারিকুল ইসলাম বলেন, ধ্রুব চন্দ্র দাস হত্যাকান্ডের ঘটনায় এ পর্যন্ত ৬ আসামিকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে ৩ আসামি ১৬৪ ধারায় আদালতে জবানবন্দী দিয়েছেন।
×