ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বাড়ি বাড়ি পৌঁছে দেয়া হলো ত্রাণ

প্রকাশিত: ২১:৪২, ২৩ মে ২০২২

বাড়ি বাড়ি পৌঁছে দেয়া হলো ত্রাণ

নিজস্ব সংবাদদাতা, হাতিয়া, নোয়াখালী ॥ হাতিয়ায় ত্রাণ পেল ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত ঘরবাড়ির মালিকরা। শনিবার বিকেলে ও রবিবার সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের বাড়ি বাড়ি গিয়ে এ ত্রাণ পৌঁছে দেন সহকারী কমিশনার (ভূমি) বায়েজীদ বিন আখন্দ। এতে প্রতিটি পরিবারকে ১০ কেজি চাল, ২ কেজি চিনি, ১ কেজি ডাল ও ১ লিটার তেল দেয়া হয়। নলচিরা ইউনিয়নের তুপানিয়া গ্রামে ১০ সুখচর ইউনিয়নের দরগা গ্রামে ১০টি পরিবারের মাঝে এই ত্রাণসামগ্রী দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রকল্প কর্মকর্তা আবু বক্কর ছিদ্দিক, নলচিরা ইউপি চেয়ারম্যান মনছুর উল্যা শিবলী, ইউপি সদস্য শরিফ, ইউনুছ ও সুখচর ইউনিয়নের সদস্য সালাউদ্দিন।
×