ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

অটোরিক্সা চালক হত্যার বিচার দাবিতে বিক্ষোভ

প্রকাশিত: ২১:৪১, ২৩ মে ২০২২

অটোরিক্সা চালক হত্যার বিচার দাবিতে বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ ॥ অটোরিক্সা চালক হত্যাকান্ডের ৬ দিন পরও আসামি শনাক্ত ও গ্রেফতার করতে পারেনি পুলিশ। ৬ দিনেও কোন আসামি শনাক্ত করতে না পারায় বিক্ষুব্ধ এলাকাবাসী হত্যাকারীদের শনাক্ত করে ফাঁসির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও মহাসড়ক অবরোধ কর্মসূচী পালন করেছে। এ সময় মহাসড়কের দুপাশে ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। রবিবার দুপুরে উপজেলার তারাব পৌরসভার তারাব বিশ্বরোড এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ কর্মসূচী পালন করে এলাকাবাসী। এ সময় বক্তব্য রাখেন, নিহতের পিতা নুর মোহাম্মদ, মা জুবেদা বেগম, বড় ভাই নুরুল ইসলাম, স্ত্রী জোছনা বেগম, দুই বছরের মেয়ে নাদিয়া, আইয়ুব, জয়নাল, সেলিম, আলঙ্গীর, শান্ত, জুনায়েদ, শাহিন প্রমুখ। উল্লেখ্য, ১৭ মে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের নার্সিঙ্গল এলাকা থেকে কুরবান আলীর লাশ উদ্ধার করা হয়।
×