ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

যবিপ্রবিতে র‌্যাগিং ॥ তিন শিক্ষার্থী আজীবন বহিষ্কার

প্রকাশিত: ২১:৪০, ২৩ মে ২০২২

যবিপ্রবিতে র‌্যাগিং ॥ তিন শিক্ষার্থী আজীবন বহিষ্কার

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ তদন্তে র‌্যাগিংয়ে জড়িত থাকার অপরাধ প্রমাণ হওয়ায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বিভিন্ন বিভাগের তিন শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবনের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। বহিষ্কৃতরা হলেন- পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের (ইএসটি) মোঃ আল-আমিন, গণিত বিভাগের মোঃ সোহেল রানা এবং পদার্থবিজ্ঞান বিভাগের মোঃ বারিউল হক মুবিন। তারা বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ বর্ষের শিক্ষার্থী। রবিবার দুপুরে যবিপ্রবির প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে রিজেন্ট বোর্ডের ৭৮তম বিশেষ সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বোর্ডের সদস্যদের অনেকে সশরীরে উপস্থিতি থাকার পাশাপাশি ভার্চুয়ালিও যুক্ত থাকেন। সভায় সভাপতিত্ব করেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো: আনোয়ার হোসেন। রিজেন্ট বোর্ডের সভায় র‌্যাগিংয়ের ঘটনা ধামাচাপা দেয়ার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের নার্সিং এ্যান্ড হেল্থ সায়েন্স বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটিও গঠন করা হয়।
×