ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ইসরাইলী বর্বরতা

চলতি বছরের প্রথম পাঁচ মাসে ২০ ফিলিস্তিনী নিহত

প্রকাশিত: ২১:৩৫, ২৩ মে ২০২২

চলতি বছরের প্রথম পাঁচ মাসে ২০ ফিলিস্তিনী নিহত

বর্বর ইসরাইলী সেনারা চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত জর্দান নদীর পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরের ২০ ফিলিস্তিনীকে গুলি করে হত্যা করেছে। এদের মধ্যে গত এক সপ্তাহ ইহুদীীবাদী ইসরাইলী সেনাদের গুলিতে নিহত হয়েছেন তিন ফিলিস্তিনী।- খবর পার্সটুডের। বিগত রমজান মাসের শুরু থেকে পশ্চিম তীরের বিভিন্ন শহরে বিশেষ করে জেনিন শহরে ইহুদীবাদীদের পাশবিক হামলা বেড়ে যায়। এ সময় ইসরাইলী সেনাদের বর্বরতার বিরুদ্ধে বিন্দুমাত্র প্রতিবাদ জানালেই ফিলিস্তিনীদের ওপর নির্বিচারে গুলি চালায় দখলদার সেনারা। দীর্ঘদিন ধরে গাজা উপত্যকার সংগ্রামী ফিলিস্তিনীরা ইহুদীবাদী ইসরাইলী সেনাদের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ সংগ্রাম চালিয়ে আসছিল। এতদিন গাজার তুলনায় জর্দান নদীর পশ্চিম তীর তুলনামূলক শান্ত ছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে ইসরাইলের নাকের ডগায় অবস্থিত পশ্চিম তীরের বিভিন্ন শহরে বিশেষ করে জেনিন শহরে প্রতিরোধ সংগ্রাম দানা বাঁধতে শুরু করেছে। মূলত ২০২১ সালের রমজান মাসের শেষ দিকে ১২ দিনব্যাপী গাজা যুদ্ধের পর পশ্চিম তীরের পরিস্থিতি বদলে যেতে শুরু করে। চলতি বছর পশ্চিম তীরের সংগ্রামী ফিলিস্তিনী যুবকদের শাহাদাতপিয়াসী হামলায় বেশ কিছু ইহুদীবাদী হতাহত হয়েছে।
×