ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সালমা আহমেদ

সম্পর্কের মাধুর্য

প্রকাশিত: ২১:১৩, ২৩ মে ২০২২

সম্পর্কের মাধুর্য

মায়ের ঠিক পরের অবস্থানটাই থাকে বোনের। মায়ের পরে বোনই আগলে রাখতে পারে ভাই-বোনসহ পুরো সংসারটা। তার বয়স যেমনি হোক। আর বোনে বোনে সম্পর্ক তো পৃথিবীর সবচেয়ে মধুরতম সম্পর্ক, নিরাপদ আশ্রয়। স্নেহ-মায়া-মমতা আর ভালবাসায় ভরপুর একটা সম্পর্ক। কাছাকাছি বয়সের দুই বোনের মধ্যে গড়ে ওঠে চমৎকার এক বন্ধুত্ব। তবে ঝগড়া আর খুনসুটিও কম থাকে না। সারাক্ষণ এটা-সেটা নিয়ে লেগেই থাকে। দিন শেষে আবার একজন-আরেকজনকে ছাড়া চলে না। আর বয়সটা যখন বেশ কয়েক বছরের ছোট-বড় হয়ে যায়, সম্পর্কটা তখন মা-সন্তানের মতো হয়। ছোট্ট বোনটি যেমন বড় বোনের কাছে মায়ের মতন ঘেঁষে থাকে, বায়না করে। তেমনি বড় বোনটিও ছোট্ট বোনটিকে আগলে রাখে, সমস্ত আবদার মিটানোর চেষ্টা করে যায়। কখনও দুষ্টামি করলেও বড় বোন মায়ের শাসন থেকে তাকে আগলে রাখে। তার পোশাক, সাজসজ্জা সবকিছুতেই বড় বোনের হস্তক্ষেপ চাই। রাতে ঘুমের সময়ও দুই বোন একসঙ্গে। বোনটিকে জড়িয়ে না ধরলে যেন ঘুমই আসে না। ছোট্টবেলায় দেখেছি বাবা দুই বোনের জন্য কিছু আনলে আপু আগে আমাকে পছন্দ করতে দিত। অথবা সুন্দর আর ভালটা আমাকে দিত, অবশিষ্টটা আপু নিত। বড় হওয়ার পর আমি আর ভালটার জন্য লোভ করিনি। তখন ভালটা আগে আপুকে দিতাম। নিজের কাছে খারাপ লাগত- সব সময় ভাল জিনিসটা আমি নেই। অবশিষ্টটা আপু। এখন থেকে আর তা হবে না। আগে আপু, পরে আমি। ও নিতে চাইত না। আমি তখন গোঁ ধরতাম। তেমনি ছোট্ট বোনটি যখন একটু বড় হয় তখন সে চেষ্টা করে বড় বোনটিকে আগলে রাখতে। তার ভাল-মন্দ ইচ্ছে বা পছন্দগুলো বুঝে চলতে। ছোটবেলায় ছোট বোনটি রাগ করলে বড় বোন মান ভাঙাত। তার পছন্দের জিনিস বা খাবার এনে দিত। বড় হওয়ার পর ছোট বোনটিও চেষ্টা করে যতই রেগে থাকুক, বিপদে-আপদে, ভাল-মন্দে বড় বোনটির কাছে থাকার। মা মারা যাওয়ার পর আপুই আমাকে আগলে রেখেছে। যতবার মা নেই বলে কষ্ট পেয়েছি, ততবার মনে হয়েছে- আপু তো আছে। তাই ওর বিয়ে হয়ে যাওয়ার পর হাবুডুবু খেয়েছি- এখন আমার কি হবে! আমি এখন কার কাছে থাকব! কে আর আমাকে আগলে রাখবে! অনেক সময় লেগেছে নিজেকে সামলাতে। নতুন সংসার, শ্বশুরবাড়ি, চাকরি- সব মিলিয়ে আমার জন্য সময় বের করা অসম্ভব হয়ে পড়েছিল। তবু চেষ্টা করেছে আমাকে সময় দিতে। বোন বলেই হয়ত এসব সম্ভব হয়েছে বা হয়। তাই তো মায়ের পরে বোন হয় বোনের পরম নির্ভরতার নিরাপদ আশ্রয়। মায়ের ছায়া। যত দূরেই থাকুক, দূর থেকেই বোন বোনকে আগলে রাখে, যত্নে রাখে। কষ্টে থাকলেও খোঁজ রাখে। বিপদে-আপদে, প্রয়োজনে পাশে থাকে।
×