ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাইডেনসহ ৯৬৩ মার্কিন নাগরিকের রাশিয়া প্রবেশে নিষেধাজ্ঞা

প্রকাশিত: ২১:০৮, ২২ মে ২০২২

বাইডেনসহ ৯৬৩ মার্কিন নাগরিকের রাশিয়া প্রবেশে নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনসহ ৯৬৩ জনের ওপর রাশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে মস্কো। শনিবার (২১ মে) আরোপ করা এ নিষেধাজ্ঞার ফলে অনির্দিষ্টকালের জন্য রাশিয়ায় প্রবেশ করতে পারবেন না এই ব্যক্তিরা। এরই মধ্যে নিষেধাজ্ঞা আরোপ করা ব্যক্তিদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বলেছে, রাশিয়ার পাল্টা ব্যবস্থাগুলো প্রয়োজনীয়। এর লক্ষ্য হলো যুক্তরাষ্ট্রকে আটকে দেয়া। যুক্তরাষ্ট্র এ বিশ্বের বাকি সব অংশে একটি নব্য ঔপনিবেশিক ‘বিশ্বব্যবস্থা’ চাপিয়ে দেয়ার চেষ্টা করছে। মন্ত্রণালয় আরো জানায়, সারা বিশ্বে নতুন ঔপনিবেশিক শাসনব্যবস্থা কায়েম করার চেষ্টা করছে আমেরিকা। তাই তাদের বিরুদ্ধে পাল্টা নিষেধাজ্ঞা আরোপ করা জরুরি ছিল। যুক্তরাষ্ট্রকে নতুন ভূ-রাজনৈতিক বাস্তবতাকে স্বীকার করিয়ে এর ঔপনিবেশিক মনোভাব পরিবর্তন করতে বাধ্য করবে রাশিয়া। সূত্র: রয়টার্স।
×