ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

উইন্ডোজ ১১-এ চলছে অ্যান্ড্রয়েডের অ্যাপগুলো চালানোর পরীক্ষা

প্রকাশিত: ১৮:০০, ২২ মে ২০২২

উইন্ডোজ ১১-এ চলছে অ্যান্ড্রয়েডের অ্যাপগুলো চালানোর পরীক্ষা

অনলাইন ডেস্ক ॥ মাইক্রোসফট তাদের উইন্ডোজ ১১-এ অ্যান্ড্রয়েড ১২.১-এর পরীক্ষা চালাচ্ছে। মূলত উইন্ডোজকে আরও ব্যবহার উপযোগী করতে এ পরীক্ষা চালানো হচ্ছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম ভার্জ। অ্যান্ড্রয়েডসহ উইন্ডোজের এই সাবসিস্টেমটি আপাতত পাওয়া যাচ্ছে শুধু উইন্ডোজ ইনসাইডারে। পরীক্ষা সফল হলে ধরে নেওয়া যাবে যে নতুন পিক্সেল ফোন ছাড়া কম্পিউটারেই অ্যান্ড্রয়েডের সবচেয়ে নতুন সংস্করণ চলে আসবে। আপডেট থেকে এটাও দেখা যাবে যে কীভাবে অ্যান্ড্রয়েড অ্যাপগুলো উইন্ডোজে চলে। এক্ষেত্রে পপআপ ম্যাসেজগুলো উইন্ডোজের ম্যাসেজে চলে আসবে। টাস্কবারে দেখা যাবে অ্যান্ড্রয়েড অ্যাপ ব্যবহারকারীর মাইক্রোফোন অথবা লোকেশন ব্যবহার করছেন কি-না। মাইক্রোসফট জানায়, এর সেটিংস অ্যাপকে সম্পূর্ণ নতুনভাবে ডিজাইন করা হয়েছে। গ্রুপিং করে এমন করা হয়েছে যেন একের ভেতর সবই পাওয়া যায়। তবে এখনও এটি চালাতে গেলে প্রচুর বাগ পাওয়া যাবে এবং ক্র্যাশ হওয়ার আশঙ্কাও রয়েছে।
×