ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

শ্যামপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ

প্রকাশিত: ০০:৫৪, ২২ মে ২০২২

শ্যামপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর শ্যামপুর-পোস্তগোলায় সাউথ ইস্ট মডেল হাসপাতালে ভুল চিকিৎসায় আয়েশা আক্তার (৩০) নামে এক রোগীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। শনিবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। নিহত আয়েশা আক্তারের ভাই কোরবান আলী জানান, তার বোন পেটের ব্যথায় ভুগছিলেন। সকালে তাকে জরুরী চিকিৎসার জন্য শ্যামপুর-পোস্তগোলায় অবস্থিত সাউথ ইস্ট মডেল হাসপাতালে নেয়া হয় চিকিৎসক আয়েশাকে দেখে জরুরীভিত্তিতে মেডিক্যাল পরীক্ষা-নিরীক্ষার পর দ্রুত অপারেশন করানোর পরামর্শ দেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওই হাসপাতালের অপারেশন থিয়েটারে নেয়া হয়। সেখানে উপস্থিত ছিলেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডাঃ আব্দুল করিম। অপারেশনের জন্য ইনজেকশন পুশ করতেই আয়েশার শারীরিক অবস্থার আরও অবনতি হয়। একপর্যায়ে মুমূর্ষু আয়েশাকে পাশের ডেলটা ডায়াগনস্টিক হাসপাতালের আইসিইউতে নিয়ে গেলে সেখানে সন্ধ্যায় মৃত্যুর কোলে ঢোলে পড়েন। কোরবান আলীর অভিযোগ, চিকিৎসকরা তার বোনকে মাত্রাতিরিক্ত এনেসথেসিয়া ইনজেকশন পুশ করায় তার মুত্যু হয়েছে। সাউথ ইস্ট মডেল হাসপাতালের ম্যানেজার মিলন বলেন, আয়েশা আক্তারের পিত্তথলিতে পাথর ছিল। অপারেশনের জন্য ঢামেক হাসপাতালের সহকারী অধ্যাপক আব্দুল করিম তাকে থিয়েটারে নেন। এরপর এনেসথেসিয়া ইনজেকশন পুশ করলে রোগী ‘ভয়ে হার্ট এ্যাটাক’ করেন। সেখানে আইসিইউ না থাকায় পাশের একটি হাসপাতালে রেফার্ড করা হলে সেখানে মারা যান আয়েশা। মিলন বলেন, আমরা ওই রোগীর অপারেশনও শুরু করিনি। তার আগেই এনেসথেসিয়া করার পর ভয়ে তার মৃত্যু হয়। ১০ বছর ধরে হাসপাতালটি চলছে এবং লাইন্সেস রয়েছে বলেও জানিয়েছেন মিলন। তবে এ ঘটনায় রাত সাড়ে ৮টা পর্যন্ত ঐ পরিবার কোন অভিযোগ দেননি। তারা অভিযোগ কিংবা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন। তবে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের ম্যানেজ করার চেষ্টা করছে বলে জানিয়েছেন নিহতের এক আত্মীয়।
×