ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ছাত্রদল সভাপতিসহ ২০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ২

প্রকাশিত: ০০:৪৮, ২২ মে ২০২২

ছাত্রদল সভাপতিসহ ২০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার ॥ নাশকতার পরিকল্পনায় জড়ো হওয়া এবং পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণসহ ২০ জনের বিরুদ্ধে মামলা করেছে ধানম-ি থানা পুলিশ। শুক্রবার রাতে দুই নেতাকে আটকের পর সেই মামলায় গ্রেফতার দেখিয়ে শনিবার আদালতে পাঠায় পুলিশ। তারা হলেন- ময়মনসিংহ মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক আজিজুর রহমান আজিজ ও কক্সবাজার জেলা ছাত্রদলের সাবেক সমাজসেবা সম্পাদক আব্দুর রহমান বাবু। ধানম-ি থানা পুলিশ জানায়, বেশ কিছু লোক মোহাম্মদপুর সাত মসজিদ রোডে জড়ো হয়ে নাশকতার পরিকল্পনা করছে এমন খবরে শুক্রবার রাতে সেখানে একটি পুলিশের টিম যায়। সেখানে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতিসহ বেশ কয়েক নেতাকর্মী ছিল। জড়ো হওয়ার বিষয়ে জানতে চাইলে তারা পুলিশের ওপর চড়াও হয়। এ সময় হাতাহাতির ঘটনা ঘটে। সরকারী কাজে বাধা দেয়ার অভিযোগে ঘটনাস্থল থেকে আজিজ ও বাবু নামের দুজনকে আটক করে পুলিশ। বাকিরা পালিয়ে যায়। এ ঘটনায় রাতেই পুলিশ বাদী হয়ে ছাত্রদলের সভাপতিসহ ৩ জনের নাম উল্লেখ করে এবং ১৫-২০ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করে। ধানম-ি থানার অফিসার ইনচার্জ (ওসি) একরাম আলী মিয়া জানান, নাশকতার পরিকল্পনা ও পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে দুজনকে গ্রেফতার করে কোর্টে পাঠানো হয়েছে।
×