ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

হজ পালনের জন্য ছুটি নিয়েছেন

ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছেন না মুশফিক

প্রকাশিত: ০০:২৯, ২২ মে ২০২২

ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছেন না মুশফিক

স্পোর্টস রিপোর্টার ॥ শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাটিতে ২ টেস্টের সিরিজ খেলছে বাংলাদেশ। সিরিজের প্রথম টেস্ট চট্টগ্রামে শেষ হয়েছে এবং সোমবার মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। এর আগেই জানা গেল আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছেন না নির্ভরযোগ্য মিডলঅর্ডার মুশফিকুর রহিম। অভিজ্ঞ এই ব্যাটিং স্তম্ভ আগামী মাসে বাংলাদেশের পুরো ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ছুটি নিয়েছেন। কারণ তিনি এই সময়ে পবিত্র হজ পালন করতে সৌদি আরব যাবেন। আর বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) তার ছুটি মঞ্জুর করেছে। তাই মুশফিককে ছাড়াই এবার ওয়েস্ট ইন্ডিজ সফরে ২ টেস্ট, ৩ ওয়ানডে ও ৩ টি২০ ম্যাচের জন্য দল সাজাতে হবে বিসিবিকে। মুশফিকের এ বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস। এবার হজে যাওয়ার জন্য বেশ আগেই ওয়েস্ট ইন্ডিজ সফরে না যাওয়ার জন্য বিসিবিকে জানিয়ে রেখেছিলেন মুশফিক। কিন্তু হজে যাওয়ার ক্ষেত্রে কোটার বিষয় থাকার কারণে মুশফিকের যাওয়া নিশ্চিত ছিল না। সেই অনিশ্চয়তা কেটে যায় এবং চট্টগ্রাম টেস্ট চলার সময়েই মুশফিকের ছুটি মঞ্জুর করে বিসিবি। এ বিষয়ে জালাল বলেন, ‘১ মাসেরও বেশি সময় আগে ছুটি চেয়ে রেখেছিল মুশফিক। তখন অবশ্য জানিয়েছিল কোটার ব্যাপার থাকায় এবার সবাই হজে যেতে পারছে না। যে কারণে অনিশ্চয়তা ছিল তার হজ করা নিয়ে। তবে কোটার মধ্যে মুশফিকের নাম এসেছে। চট্টগ্রাম টেস্টের চলাকালীন আমরা মুশফিকের ছুটি নিশ্চিত করেছি।’ আগামী ৫ জুন ওয়েস্ট ইন্ডিজ সফরের উদ্দেশ্যে বিমানে ওঠার কথা রয়েছে। একই সঙ্গে টেস্ট, ওয়ানডে ও টি২০ দল রওনা হবে। এবার এই সফরে বাংলাদেশ দলে ইনজুরির ধাক্কায় অনেকেই যেতে পারছেন না। বিশেষ করে টেস্ট সিরিজ খেলতে পারবেন না বাঁহাতি পেসার শরিফুল ইসলাম, অফস্পিন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ ও ডানহাতি পেসার তাসকিন আহমেদ। এমনকি অফস্পিনার নাঈম হাসানও পড়েছেন ইনজুরিতে। তাই এবার দল গড়তে বেশ সমস্যাতেই পড়তে হবে নির্বাচকদের। এখন মুশফিকও থাকছেন না। তাই ব্যাটিং অর্ডার নিয়েও সমস্যায় পড়তে হবে বাংলাদেশ দলকে। ২ টেস্ট এবং ৩টি করে ওয়ানডে ও টি২০ খেলার জন্য ৫ জুন ওয়েস্ট ইন্ডিজ রওনা হবে বাংলাদেশ দল। দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে ক্যারিবীয় দ্বীপে মিশন শুরু করবে বাংলাদেশ। এ্যান্টিগায় স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে প্রথম টেস্ট শুরু হবে ১৬ জুন। সেন্ট লুসিয়াতে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৪ জুন। ২, ৩ জুলাই ডোমিনিকায় ও ৭ জুলাই গায়ানাতে ৩ ম্যাচের টি২০ সিরিজ এবং ৩ ওয়ানডে গায়ানাতেই ১০, ১৩ ও ১৬ জুলাই অনুষ্ঠিত হবে।
×