ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ফ্রেঞ্চ ওপেনে দুই বছর পর এবার পরিপূর্ণ গ্যালারিতে খেলা দেখবেন সমর্থকরা, ফেবারিটের তকমা মাখানো ইগা সুইয়াটেকের, অভিষেকের অপেক্ষায় এমা রাদুকানু, ফিরছেন নাওমি ওসাকা, কোয়ার্টার ফাইনালেই মুখোমুখি নাদাল-জোকোভিচ

প্যারিসে শ্রেষ্ঠত্বের লড়াই শুরু আজ

প্রকাশিত: ০০:২৯, ২২ মে ২০২২

প্যারিসে শ্রেষ্ঠত্বের লড়াই শুরু আজ

স্পোর্টস রিপোর্টার ॥ দীর্ঘ অপেক্ষার অবসান। আজ থেকে শুরু হচ্ছে ফ্রেঞ্চ ওপেন। টেনিসের অন্যতম মর্যাদার এই টুর্নামেন্টের ১২৬তম সংস্করণের কোটে নামতে প্রস্তুত মহিলা এবং পুরুষ এককের বিশ্বের শীর্ষ সারির প্রায় সব খেলোয়াড়রাই। করোনা ভাইরাসের কারণে গত দুই মৌসুমে ফ্রেঞ্চ ওপেনের সমর্থকদের জন্য সীমাবদ্ধতা ছিল। তবে এবার আর কোনরকমের বাধা নেই। উন্মুক্ত পরিপূর্ণ গ্যালারিতেই প্রিয় তারকাদের খেলা উপভোগ করতে পারবেন ভক্ত-অনুরাগীরা। সেইসঙ্গে রাশিয়া এবং বেলারুশের টেনিস খেলোয়াড়রাও অংশগ্রহণ করতে পারবেন মৌসুমের এই দ্বিতীয় মেজর টুর্নামেন্টে। তবে রাশিয়া এবং বেলারুশের পতাকাতলে নয় বরং নিরপেক্ষভাবে। মহিলা এককে ফ্রেঞ্চ ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন বারবোরা ক্রেসিকোভা। দ্বিতীয় বাছাই হিসেবে এবার খেলবেন চেক তারকা। শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়েই কোটে নামবেন তিনি। শীর্ষ বাছাই হিসেবে কোটে নামবেন ইগা সুইয়াটেক। বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের নাম্বার ওয়ান তারকা দুর্দান্ত ফর্মে। টানা পাঁচ শিরোপা জয়ের নজির গড়েছেন তিনি। চলতি মৌসুমে দোহা, ইন্ডিয়ান ওয়েলস, মিয়ামি, স্টুটগার্ট এবং সর্বশেষ রোম মাস্টার্সের চ্যাম্পিয়ন হওয়ার নজির গড়েছেন পোল্যান্ডের এই তরুণী। সেইসঙ্গে গড়েছেন টানা ২৮ ম্যাচে জয়ের রেকর্ড! ২০২০ সালে এই ফ্রেঞ্চ ওপেন জিতেই বিশ্ব টেনিসের পাদপ্রদীপের আলোয় উঠে এসেছিলেন তিনি। এবার কী পারবেন সেই শিরোপা পুনরুদ্ধার করতে? পারবেন কী পারফর্মেন্সের ধারাবাহিকতা ধরে রাখতে? এই প্রশ্নের উত্তর এখন সময়ের হাতে। তবে অপ্রতিরোধ্য গতিতে ছুটতে থাকা ইগা সুইয়াটেকের দিকেই এবার নজর সবার। নজরে রয়েছেন উনস জেবিয়ারও। এছাড়াও দৃষ্টি থাকবে নাওমি ওসাকা কিংবা তরুণ উদীয়মান এমা রাদুকানুর দিকে। গত মৌসুমে মানসিক অবসাদে ভোগার কারণে ফ্রেঞ্চ ওপেন থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছিলেন জাপানী তারকা। এবার ঠিকই ফিরছেন চারটি গ্র্যান্ডস্লামের মালিক। এবার সিনিয়র ফ্রেঞ্চ ওপেনে অভিষেক ঘটতে যাচ্ছে এমা রাদুকানুর। গত মৌসুমে ইউএস ওপেনের শিরোপা জিতেই বাজিমাত করেছিলেন ব্রিটিশ তরুণী। এরপর অবশ্য কোর্টে নিজেকে মেলে ধরতে পারেননি। যে কারণে স্বরূপে ফেরার মিশনও এটা তার। এছাড়াও আলোচনায় থাকবেন ফ্রেঞ্চ ওপেনের শীর্ষ দশম বাছাইয়ে থাকা পাওলা বাদোসা, মারিয়া সাক্কারি, এরিনা সাবালেঙ্কা, ক্যারোলিনা পিসকোভা কিংবা গারবিন মুগুরুজার মতো তারকারা। মহিলা এককে এবার খেলছেন না আমেরিকান টেনিসের জীবন্ত কিংবদন্তি সেরেনা উইলিয়ামস। নিঃসন্দেহে তাকে মিস করবেন তার ভক্ত-অনুরাগীরা। এদিকে পুরুষ এককে কোয়ার্টার ফাইনালেই দেখা যাবে চমক। ড্র অনুসারে শেষ আটেই যে দেখা হয়ে যাবে টেনিসের দুই মহারথী স্পেনের রাফায়েল নাদাল ও সার্বিয়ার নোভাক জোকোভিচের। তাই শেষ আটেই বিদায় নিতে হবে পঞ্চম বাছাই নাদাল ও শীর্ষ বাছাই জোকোভিচের কাউকে। শেষ আট পেরিয়ে গেলে, সেমিফাইনালে কঠিন প্রতিপক্ষের মুখে পড়তে হবে নাদাল ও জোকোভিচকে। ড্র’তে দেখা যাচ্ছে, সেখানে থাকবেন ১৯ বছর বয়সী স্পেনের কার্লোস আলকারাজ। মাদ্রিদ ওপেনে নাদাল-জোকোভিচকে হারিয়ে চমক দেখিয়েছিলেন আলকারাজ। ফ্রেঞ্চ ওপেনে আবারও এই দুই সেরার একজনকে প্রতিপক্ষ হিসেবে পাবেন ষষ্ঠ বাছাই আলকারাজ। ফ্রেঞ্চ ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন জোকোভিচ। করোনা টিকা না দেয়ায় বছরের প্রথম গ্র্যান্ডস্লাম অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে পারেননি তিনি। অন্যদিকে ২০২০ সালে শিরোপা জিতেছিলেন নাদাল। ফরাসী ওপেনে সবচেয়ে ১৩ বার শিরোপা জিতেছিলেন এই স্প্যানিয়ার্ড।
×