ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সব দেশের অভিবাসন খাত সিন্ডিকেটমুক্ত রাখতে হবে

প্রকাশিত: ০০:১২, ২২ মে ২০২২

সব দেশের অভিবাসন খাত সিন্ডিকেটমুক্ত রাখতে হবে

স্টাফ রিপোর্টার ॥ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, শুধুমাত্র মালয়েশিয়া নয়, সব দেশের অভিবাসন খাতকে সিন্ডিকেট মুক্ত রাখতে হবে। শনিবার দুপুরে রাজধানীর বনানীতে হোটেল শেরাটন ঢাকার বলরুমে আয়োজিত বাংলাদেশের সব বৈধ রিক্রুটিং এজেন্সির জন্য শ্রমবাজার উন্মুক্ত করণ শীর্ষক গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন তিনি। বায়রা সিন্ডিকেট বিরোধী মহাজোটের উদ্যোগে এই গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। আনিসুল ইসলাম মাহমুদ বলেন, অভিবাসন খাতে কোন সিন্ডিকেট থাকুক তা প্রধানমন্ত্রী চান না। প্রধানমন্ত্রী যদি সিন্ডিকেট চাইতেন, তবে অনেক আগেই হয়ে যেত, সেটা হয়নি। এ নিয়ে কারও সন্দেহ থাকলেও আমার নেই। উনি চাননি বলেই এখন পর্যন্ত হয়নি, এটা আমি মনে করি। তিনি বলেন, একটি কথা আমি বলব, যখন দেশের ওপর কিছু আসে, তিনি (প্রধানমন্ত্রী) অবশ্যই সেটি রক্ষা করবেন। এটা আমার বিশ্বাস এবং তিনি সেটা করবেন। আজকে সমঝোতা স্বাক্ষর হয়েছে প্রায় পাঁচ মাস। মালয়েশিয়ার রাজনৈতিক ব্যবস্থার মধ্যেই অনেক প্রেসার আছে। আমি জানি মালয়েশিয়ার সবাই কিন্তু সিন্ডিকেটের পক্ষে না। বায়রা মহাসচিব বীর মুক্তিযোদ্ধা আলী হায়দার চৌধুরীর সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে আরও উপস্থিত ছিলেন, ককার্সের সভাপতি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, এফবিসিসিআইর সাবেক সভাপতি এ কে আজাদ, বায়রার সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ নূর আলী, সাবেক মহাসচিব রিয়াজুল ইসলাম, শামীম আহমেদ চৌধুরী নোমান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, ফ্রিল্যান্স সাংবাদিক ও অভিবাসন বিশেষজ্ঞ শরিফুল হাসান প্রমুখ।
×