ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুর ম্যুরালে আগুন দেয়ার অভিযোগে পটিয়ায় গ্রেফতার ২

প্রকাশিত: ২২:০৩, ২১ মে ২০২২

বঙ্গবন্ধুর ম্যুরালে আগুন দেয়ার অভিযোগে পটিয়ায় গ্রেফতার ২

নিজস্ব সংবাদদাতা, পটিয়া, চট্টগ্রাম ॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মিত ম্যুরালে আগুন দেয়ার অভিযোগে চট্টগ্রামের পটিয়ায় দুইজনকে পুলিশ গ্রেফতার করেছে। তারা হলেন- উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের জলিল আহমদের পুত্র সালাউদ্দিন তালাশ (৪০) ও একই এলাকার মৃত আবদুস সালামের পুত্র আরিফ মাঈনুদ্দিন রাসেল (৩৮)। শনিবার ভোরে পটিয়া থানা পুলিশ তাদের দুইজনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে। জানা গেছে, উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাসেমের ব্যক্তিগত অর্থায়নে বঙ্গবন্ধুর একটি ম্যুরাল নির্মাণ করা হয়। নির্মিত ম্যুরালটি কিছুদিন ত্রিপল দিয়ে ঢেকে রাখে। বৃহস্পতিবার ভোর রাতে দুর্বৃত্তরা ম্যুরালে আগুন দিলে ত্রিপলের কিছু অংশ পুড়ে যায়। এ ঘটনায় চেয়ারম্যান আবুল কাসেম বাদী হয়ে একই এলাকার মো. কাইছ, জসিমুল আনোয়ার খাঁন, সালাউদ্দিন তালাশ, মোহাম্মদ আলী, আরিফ মাঈনুদ্দিন রাসেল, এরফান, আহমদ নূরসহ অজ্ঞাতনামা ৫-৬জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। এ ঘটনা নিয়ে দৈনিক জনকণ্ঠে গত ২০ মে ‘পটিয়ায় বঙ্গবন্ধুর ম্যুরালে দুর্বৃত্তের আগুন’ শিরোনামে একটি প্রতিবেদনও প্রকাশিত হয়। পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানিয়েছেন, জাতির পিতার প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শন আইনের বিরুদ্ধে আচরণ করায় পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে। অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। আসামীরা ম্যুরালের ক্ষতিসাধন ও হুমকি প্রদানসহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের প্রতি কুর্টক্তি ও অবমাননার অপরাধ করেছে।
×