ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাগেরহাটে সরকারি খাল দখলে প্রভাবশালীদের, দুর্ভোগ কৃষকের

প্রকাশিত: ২১:২০, ২১ মে ২০২২

বাগেরহাটে সরকারি খাল দখলে প্রভাবশালীদের, দুর্ভোগ কৃষকের

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বিলের মধ্য দিয়ে বয়ে যাওয়া বিভিন্ন সরকারী খাল গুলো প্রভাবশালীরা দখল করে রেখেছে। ধান নৌকায় করে বাড়ি নিতে খুব অসুবিধা হচ্ছে। সরকার ও প্রশাসনের প্রতি আমাদের অনুরোধ, গরিব মানুষগুলোর দিকে তাকিয়ে অন্তত খালগুলো দখলমুক্ত করে দেওয়া হোক।..” বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়ন কৃষি উন্নয়ন সমবায় সমিতির সাধারণ সম্পাদক শেখ তানজীম তানজু এ ভাবে আর্জি জানান। এখানে নলবুনিয়া ও ছোট নলবুনিয়া বিলের কুমোরমারা, বারই, মোগোরদাড়া সরকারী ৩ টি খালই মাছ চাষের নামে দখল করে রেখেছে প্রভাবশালীরা। ফলে নৌ-চলাচল বন্ধ। নৌকায় ধান বাড়ি নেওয়ার উপায় নেই। কাটা ধান আঁটি বেঁধে মাথায় করে বাড়ি নিতে হচ্ছে চাষিদের। এতে সময়, মজুরের খরচ বাড়ছে এবং অবর্ণনীয় ভোগান্তি হচ্ছে। কুমোরমারা, বারই, মোগোরদাড়া খালের মত এই ইউনিয়নের অধিকাংশ খালে বাঁধ দিয়ে লবণ পানি ঢুকিয়ে মাছ চাষ করছে কতিপয় ব্যক্তি। তাদের বিরুদ্ধে কথা বলল্লে ‘ঝামেলায়’ পড়তে হয় সাধারণ চাষিদের। অনুরূপ বিষ্ণুপুর, গোটাপাড়া, বেমরতা, কাড়াপাড়া, পঞ্চকরণ, বাইনতলা, পেড়িখালী, গজালিযা, বহরবুনিয়া, জিউধরা, নিশানবাড়িয়া, যাত্রাপুর, বারুইপাড়া-সহ জেলার অধিকাংশ ইউনিয়নের সরকারী খাল প্রভাবশালীরা আটকে মাছ চাষ করছে। এতে চাষাদাদের ক্ষতি হচ্ছে, ভোগান্তি হচ্ছে কৃষকের।
×