ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঘাটাইলে ঝড়ে পাঁচ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, আহত ৩

প্রকাশিত: ১৯:১৪, ২১ মে ২০২২

ঘাটাইলে ঝড়ে পাঁচ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, আহত ৩

অনলাইন রিপোর্টার ॥ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার চারটি ইউনিয়নে ঝড়ে একটি শিক্ষাপ্রতিষ্ঠান, একটি মসজিদসহ পাঁচ শতাধিক কাঁচা ও আধা-পাকা ঘরবাড়ি বিধবস্ত হয়েছে। তার ছিঁড়ে ও খুঁটি ভেঙে ঐ চার ইউনিয়ন বিদ্যুৎ বিচ্ছিন্ন। শনিবার ভোরে এসব ঘটনা ঘটে। এছাড়া গাছপালা উপড়ে চাপা পড়ে স্কুলছাত্রীসহ একই পরিবারের তিনজন আহত হয়েছেন। আহতরা হলেন- ঐ উপজেলার উত্তর খিলগাতি গ্রামের আতাউর রহমান খান, তার ছেলে মো. রফিকুল ইসলাম এবং নাতনি রিয়া। স্থানীয়রা জানায়, ভোর সাড়ে ৫টার দিকে উত্তর-পূর্বদিক থেকে হঠাৎ প্রচণ্ড বেগে আসা ঝড়টি দেউলাবাড়ি ইনিয়নের দেউলাবাড়ি, উত্তর খিলগাতি ও মূখ্য গাংগাইর, সংগ্রামপুর ইউনিয়নের বোয়ালী হাটবাড়ি, চাপড়ী, দেওজানা, খুপিবাড়ী ও লাহিড়ীবাড়ি। রসুলপুর ইউনিয়নের রসুলপুর, ঘোনার দেওলী, মোমিনপুর, সিংহের চালা, শালিয়াবহ। লক্ষীন্দর ইউনিয়নের লক্ষীন্দর, মুরাইদ, চারিয়াবাইদ ও ফৈটামাড়িতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। রসুলপুর ইউনিয়নের চেয়ারম্যান এমদাদ হোসেন জানান, মেম্বারদের নিয়ে ক্ষতিগ্রস্তদের বাড়ি বাড়ি গিয়ে তালিকা প্রস্তুত করছি। প্রশাসনকে অবহিত করেছি। ঝড়ে এ ইউনিয়নের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। দেউলাবাড়ি ইউনিয়নের এম কে ডি আর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. হায়দার আলী বলেন, ৭০ হাত করে ২টি টিনশেড বিল্ডিং সম্পূর্ণ বিধ্বস্ত ও আরেকটি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। বিল্ডিংয়ের দেয়াল ভেঙে গেছে। ঝড়ে বিদ্যালয়ের প্রায় ৪০ লাখ টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে। পাঁচ শতাধিক শিক্ষার্থীর লেখাপড়া হুমকির মুখে পড়েছে। উপজেলা প্রকল্প বাস্তবয়ন কর্মকর্তা মো. এনামুল হক বলেন, ঝড়ে চারটি ইউনিয়নের ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করার কথা বলেছি। ক্ষতিগ্রস্ত এলাকা দ্রুত পরিদর্শন করে ব্যবস্থা নেয়া হবে।
×