ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

খুলনার ময়ূর নদ দখল-দূষণমুক্ত করার দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ১৮:৩৪, ২১ মে ২০২২

খুলনার ময়ূর নদ দখল-দূষণমুক্ত করার দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনার প্রবেশদ্বার গল্লামারীর ময়ূর নদ সংস্কার, দুষণমুক্ত, দুর্গন্ধমুক্ত ও অবৈধ দখলদার উচ্ছেদের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত গল্লামারী ময়ূর নদের উপর সেতুতে বৃহত্তর আমরা খুলনাবাসীর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনের সহ-সভাপতি ডাঃ সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু’র সভাপতিত্বে এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এস এম মাহবুবুর রহমান খোকনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য আব্দুল গফ্ফার বিশ্বাস, খুলনা মহানগর বিএনপির আহবায়ক এ্যাডঃ শফিকুল আলম মনা, বাংলাদেশ কমিউনিষ্ট পার্টি খুলনা মহানগর সভাপতি মিজানুর রহমান বাবু, সাধারণ সম্পাদক এ্যাডঃ নিত্যনন্দ ঢালী, নাগরিক সমাজের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ আ ফ ম মহসীন, পরিবেশ সুরক্ষার উপকূলীয় জোটের আহবায়ক আয়কর আইনজীবী এস এম শাহনেওয়াজ আলী, ওয়াকার্স পার্টি খুলনা মহানগর সভাপতি মফিদুল ইসলাম, শ্রমিক নেতা মোঃ দেলোয়ার হোসেন দিলু, মানবধিকার বাস্তবায়ন সংস্থার কো-অডিনেটর এ্যাডঃ মোমিনুল ইসলাম, গ্লোবাল খুলনার আহবায়ক শাহ্ মামনুর রহমান তুহিনসহ নাগরিক নেতা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। এসময় বক্তরা বলেন, গত বছরের সেপ্টেম্বরে নগরীর ২২ খাল পুনরুদ্ধারে খুলনা সিটি করপোরেশন অভিযান পরিচালনা করলে তা করোনার কারণে বন্ধ হয়ে যায়। আর এ সুযোগে কেউ কেউ নতুন করে দখল করেছে। ২২টি খাল নানাভাবে দখল হয়ে যাওয়ায় নগরীর জলাবদ্ধতা সমস্যা তীব্রতর হয়েছে। এর মধ্যে সাহেবখালী খাল, বাটকেমারী খাল, ছড়িছড়া খাল, ময়ূর নদ, মন্দার খাল, হরিণটানা খাল, তালতলা খাল, তমিজ উদ্দিন খাল, মতিয়াখালী খাল, খুদে খাল, নারকেলবাড়িয়া খাল, ছোট বয়রা শ্মশানঘাট খাল ও মজুমদারের খাল ৮০ থেকে ৯০ শতাংশ অবৈধভাবে দখল হয়ে গেছে। বক্তরা আরও বলেন, এর ফলে নগরীর পানি নিষ্কাশিত না হওয়ায় জলাবদ্ধতা বাড়ছে। এছাড়া ময়ূর নদীর পানি নষ্ট হয়ে এলাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে। আসছে বর্ষা মৌসুমে পানি বাধাগ্রস্ত হয়ে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি করবে। সামান্য বৃষ্টিতে তলিয়ে যাবে নগরের সড়ক ও ঘরবাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠান। শুধু তাই নয় নদটি খনন করে তার দুই পাশে সবুজ বনায়ন ও বিনোদনকেন্দ্র গড়ে তোলার দাবি জানান মানবন্ধনকারীরা।
×