ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কুষ্টিয়ায় ঝড়ে ব্যাপক ক্ষতি, ৩০টি ঘর বিধ্বস্ত

প্রকাশিত: ১৮:১৩, ২১ মে ২০২২

কুষ্টিয়ায় ঝড়ে ব্যাপক ক্ষতি, ৩০টি ঘর বিধ্বস্ত

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া ॥ কুষ্টিয়া জেলার সদর উপজেলা, দৌলতপুর, ভেড়ামারা, মিরপুর, কুমারখালী ও খোকসা উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। আজ শনিবার সকালে বয়ে যাওয়া আকষ্মিক ঝড়ে ঘর-বাড়ি, গাছ-পালা ও বিদ্যুত লাইনসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ে দুইশত বছরের গাছ উপড়ে ঘরে পড়েছে। বিদ্যুতের লাইন ওপর গাছ পড়ে বিদ্যুত সংযোগ বিছিন্ন হয়ে যায়। দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চরাঞ্চলে অন্তত ৩০টি কাঁচা ঘর ঝড়ে বিধ্বস্থ হয় বলে ইউপি চেয়ারম্যান সিরাজ মন্ডল জানিয়েছেন। এছাড়াও মাঠে থাকা ধানসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে বলে কৃষি বিভাগ জানিয়েছে।
×