ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কুষ্টিয়ায় দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষে নিহত ১, আহত ৩

প্রকাশিত: ১৭:১৪, ২১ মে ২০২২

কুষ্টিয়ায় দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষে নিহত ১, আহত ৩

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া ॥ ঈদুল ফিতরের চাঁদরাতে কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়নের আস্তানগর গ্রামে ৪ জনকে কুপিয়ে হত্যার রেশ কাটতে না কাটতেই আবারও একজনকে হত্যা করা হয়েছে। এবার চাচাতো ভাইয়ের ফলার আঘাতে জসিম উদ্দীন (৩৮) নামে এক চাচাতো ভাই খুন হয়েছেন। আজ শনিবার সকালে উপজেলার ঝাউদিয়া গ্রামে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটেছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত জসিম ঝাউদিয়া গ্রামের মৃত পাথার উদ্দীনের ছেলে। এলাকাবাসী ও পুলিশ সুত্র জানিয়েছে, ঝাউদিয়া গ্রামের জসিমের সাথে তার চাচাতো ভাই লালনের মধ্যে একটি বাঁশ ঝাড় নিয়ে বিরোধ চলে আসছিলো। শনিবার সকালে ওই ঝাড়ের বাঁশ কাটা নিয়ে লালনের সাথে জসিমের ঝগড়া-বিবাদ হয়। এরই জের ধরে লালনের লোকজন জমিসের ওপর হামলা করে। এসময় লালনের হাতে থাকা ফলার আঘাতে জসিম গুরুতর জখম হন। তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পর চিকিৎক মৃত ঘোষণা করেন। এ সময় ফলাবিদ্ধ হয়ে জসিমের স্ত্রী রেখা (৩২) ও লালন (৩৫) সহ ৩ জন আহত হয়েছেন। নিহত জসিমের স্বজনরা জানান, লালন ও তার দুই ছেলে হামলায় অংশ নেয়। ফলা মেরে জসিমকে আহত করে। এসময় তার স্ত্রীসহ কয়েকজন ঠেকাতে আসলে তাদেরও ফলা মেরে আহত করা হয়। ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, বাঁশ ঝাড় নিয়ে চাচাতো দুই ভাইয়ের মধ্যে ঝামেলা চলছিলো। এ নিয়ে সকালে তাদের মধ্যে সংঘর্ষ হয়। এতে জসিম মারা যায়। তার স্ত্রীসহ আরও কয়েকজন আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। এ ঘটনায় থানায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন। তবে কাউকে আটক করা যায়নি।
×