ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টর উল্টে ধান কাটা শ্রমিক নিহত, আহত ১১

প্রকাশিত: ১৬:৫৩, ২১ মে ২০২২

চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টর উল্টে ধান কাটা শ্রমিক নিহত, আহত ১১

নিজস্ব সংবাদদাতা, চাঁপাাইনবাবগঞ্জ ॥ রাজশাহীর তানোর থেকে ধান কেটে বাড়ি ফেরার পথে চাঁপাইনবাবগঞ্জে ধান বোঝাই ট্রাক্টর উল্টে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১১ জন আহত হয়েছেন৷ আজ শনিবার (২১ মে) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহার নয়ানগর সেতু অটো রাইস মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাজাহান আলী (৪৫) সদর উপজেলার রামচন্দ্রপুর হাট এলাকার শাহেদ দফাদারের ছেলে। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন জানান, রাজশাহীর তানোর এলাকা থেকে ধান কাটা শেষে মজুরির ধানসহ ১২ জন শ্রমিক একটি ট্রাক্টরে করে বাড়ি ফিরছিলেন। সদর উপজেলার আতাহার নয়নগর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি উল্টে যায়। ঘটনায় আহত ১২ জনকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাজাহান আলীকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় আহত ধানকাটা শ্রমিকরা হলেন, সদর উপজেলার রানিহাটি ইউনিয়নের রামচন্দ্রপুরহাট এলাকার আরশাদ আলীর ছেলে সাদেকুল (৫০), একই এলাকার এন্তাজ আলীর ছেলে সাদেকুল (৪০), মাজেদের ছেলে নাছির, সাদেকুল ইসলামের ছেলে আলামিন (২০), এন্তাজ আলীর ছেলে আবু সায়ের (৪৫), জাকারিয়ার ছেলে আব্দুল আহাদ (৩৫), সাজেমালের ছেলে আবু হোসেন (৫০), আকবরের ছেলে কাওসার (২৫), মাজেদের ছেলে নাছির (৫০), বাচ্চুর ছেলে সোহবুল (২৮) ও বেলালের ছেলে এনামুল (৫০)। ওসি আরও জানান, আশঙ্কাজনক হওয়ায় আহতদের মধ্যে চারজনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মরদেহ পরিবারের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
×