ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ভোলায় কালবৈশাখী ঝড়ে মেঘনা নদীতে বাল্কহেড ডুবে গেছে

প্রকাশিত: ১৫:৪৫, ২১ মে ২০২২

ভোলায় কালবৈশাখী ঝড়ে মেঘনা নদীতে বাল্কহেড ডুবে গেছে

নিজস্ব সংবাদদাতা, ভোলা ॥ ভোলার মেঘনা নদীতে কালবৈশাখী ঝড়ে বালু বোঝাই বাল্কহেড ডুবে গেছে। এ ছাড়াও ঝড়ের কবলে পড়ে অপর একটি বাল্কহেডের ধাক্কায় ৩ টি দোকান ঘর দুমড়েমুচড়ে বিধ্বস্ত হয়েছে। তবে এতে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। আজ শনিবার(২১ মে) সকালে ভোলা সদর উপজেলর ধনিয়া ইউনিয়নের তুলাতুলী মাছ ঘাট এলাকায় মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। তবে এ রির্পোট লেখা পর্যন্ত দুপুরে ডুবে যাওয়া বাল্কহেড উদ্ধার করা সম্ভব হয়নি। স্থানীরা জানান, শনিবার ভোর থেকে ভোলায় গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়। সাড়ে ৭ টার দিকে কালবৈশাখী ঝড় শুরু হলে প্রচন্ড বাতাসে হঠাৎ মেঘনা নদী উত্তাল হয়ে ওঠে। এ সময় ঝড়ের কবলে পড়ে ভোলার মেঘনা নদীর তুলাতুলি ঘাটের কাছে থাকা এম ভি তামিম শামিম নামে একটি বালু বোঝাই বাল্কহেড ডুবে যায়। এসময় বাল্কহেড থাকা ৬ জনকে স্থানীরা উদ্ধার করে। এছাড়াও ঘাটের কাছে থাকা এম ভি হৃদয় নামের অপর একটি খালি বাল্কহেড ঝড়ের তান্ডবে নদীর তীব্র ঢেউয়ের তোড়ে মাছঘাটের ৩ টি দোকানে ধাক্কা দেয়। এতে করে তুলাতুলি মাছ ঘাটে একটি চায়ের দোকান দুটি মাছের আড়ত দুমড়ে মুচড়ে বিধ্বস্ত হয়। তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। ভোলার ইলিশ নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাজালা বাদশা সাংবাদিকদের জানান, তুলাতুলী মাছ ঘাট মেঘনা নদীতে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে বালু বোঝাই বাল্কহেড ডুবে যায়। তবে ওই সময় বলগেটে থাকা শ্রমিকরা স্থানীয়দের সহায়তায় তীরে উঠে যাওয়ায় কেউ হতাহত হননি।
×