ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মুক্তিযুদ্ধের বাংলাদেশ আজ উল্টোপথ ধরেছে ॥ সিপিবি

প্রকাশিত: ০০:১৯, ২১ মে ২০২২

মুক্তিযুদ্ধের বাংলাদেশ আজ উল্টোপথ ধরেছে ॥ সিপিবি

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী জনগণ যে ধরনের রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন, দেশ আজ তার উল্টোপথ ধরে চলছে। মুক্তিযুদ্ধের চেতনা-ধারা ও রাষ্ট্রীয় চার মূলনীতি থেকে বিচ্যুত হয়ে ক্ষমতাসীন সরকার গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা হরণ করে সাম্রাজ্যবাদী বিশ্বায়নের অধীনস্থ পুঁজিবাদের বাজারি ধারায় রাষ্ট্র পরিচালনা করছে। তাই দেশের বিদ্যমান দুঃশাসন, লুটপাট, শোষণ-বৈষম্য, অগণতান্ত্রিকতা ও রাজনৈতিক সঙ্কট উত্তরণে কমিউনিস্ট পার্টি ও বাম দলকে শক্তিশালী করার মাধ্যমে রাজনৈতিক ব্যবস্থার আমূল পরিবর্তন করা প্রয়োজন। শুক্রবার চট্টগ্রামে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) জেলা কমিটির বর্ধিত সভায় কথাগুলো বলেন কেন্দ্রীয় সভাপতি মোঃ শাহ আলম। হাজারী গলির পার্টি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা কমিটির সভাপতি অশোক সাহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীরের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, সদস্য মৃণাল চৌধুরী, চন্দন দাশ, রথীন সেন, রেখা চৌধুরী, কোতোয়ালি থানার সভাপতি প্রদীপ ভট্টাচার্য, সীতাকুন্ড থানার সাধারণ সম্পাদক মাহবুব চৌধুরী, আহমদ নূর, জামাল উদ্দিন, অয়ন বড়ুয়া, ইমতিয়াজ সবুজ প্রমুখ। বক্তারা বলেন, জনগণের দৈনন্দিন জীবন-সঙ্কট তীব্রতর হচ্ছে। করোনাকালে দরিদ্র মানুষের সংখ্যা ৩ কোটি বেড়েছে এবং নতুন করে আড়াই কোটি মানুষ বেকার হয়েছে।
×