ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে সিইসি

বিএনপিসহ রাজনৈতিক দলগুলোর সঙ্গে শীঘ্রই সংলাপ

প্রকাশিত: ২৩:১৬, ২১ মে ২০২২

বিএনপিসহ রাজনৈতিক দলগুলোর সঙ্গে শীঘ্রই সংলাপ

নিজস্ব সংবাদদাতা, সাভার ॥ প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, বিএনপিসহ রাজনৈতিক দলগুলোকে শীঘ্রই সংলাপে আহ্বান জানানো হবে। শুক্রবার সকালে সাভার উপজেলা পরিষদ মিলনায়তনে ঢাকা জেলার নির্বাচন অফিসের আয়োজনে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন। এ সময় সিইসি বলেন, আমরা কাজ করে যাচ্ছি। অনেকগুলো কাজ আমাদের করতে হবে। আজকে ভোটার তালিকা প্রণয়ন উদ্বোধন করা হয়েছে। আমরা সংলাপ করেছি। আলোচনা করে আমরা কমিশনাররা পরে সিদ্ধান্ত নেব। কিভাবে আমরা রাজনৈতিক দলগুলোকে আহ্বান করব। তাদের সঙ্গে আলাপ-আলোচনা করব- এসব বিষয়ে আমরা সিদ্ধান্ত নেব। প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, আমার বিশ্বাস, আমরা অচিরেই বিএনপিসহ রাজনৈতিক দলগুলোকে নিয়ে সংলাপে বা আলোচনায় বসার আহ্বান করব। তবে কবে, তা ঠিক করে বলতে পারছি না। হয়তো দুই-এক মাসের মধ্যে এটা হতে পারে। নির্বাচন কমিশনের সচিব হুমায়ন কবীর খোন্দকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান, মেয়র ও উপজেলা নির্বাহী অফিসার প্রমুখ। ইভিএম পদ্ধতির ভুল প্রমাণ করতে পারলে পুরস্কৃত করা হবে ॥ খুলনা অফিস থেকে স্টাফ রিপোর্টার জানান, নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আহসান হাবিব খান বলেছেন, ইভিএম পদ্ধতিতে ভুল থাকে- এটা যদি কোন রাজনৈতিক দল প্রমাণ করতে পারে, তাহলে তাদের পুরস্কৃত করা হবে। এ ছাড়া তিনি বলেন, দেশের গণতন্ত্র ধরে রাখতে হলে নির্বাচন দরকার, আর এর জন্য প্রয়োজন সঠিক ভোটার তালিকা প্রণয়ন। শুক্রবার দুপুরে খুলনা বিভাগের ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচী-২০২২ এর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। নির্বাচন কমিশনার আরও বলেন, একটি নিরপেক্ষ, অবাধ ও স্বচ্ছ নির্বাচনের লক্ষ্যে আমরা সকল দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করব। সেই গ্রাউন্ডে কোন কোন টিম খেলবে, সেটা টিমের ব্যাপার। তবে আমরা আশ্বস্ত করতে চাই- একটি কার্যকর, নিরপেক্ষ, অবাধ এবং সকল দলের অংশগ্রহণে নির্বাচন করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব। সবার অংশগ্রহণের মধ্য দিয়েই আমরা জনগণকে একটা ভাল নির্বাচন উপহার দিতে চাই। এর মধ্য দিয়ে জনগণ যেন সঠিক প্রতিনিধি নির্বাচিত করতে পারে। জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা, রেঞ্জ ডিআইজি ড. খঃ মহিদ উদ্দিন, কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম, জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর কবির ও কেসিসির ভারপ্রাপ্ত মেয়র মোঃ আমিনুল ইসলাম মুন্না। অনুষ্ঠানে স্বাগত জানান, আঞ্চলিক নির্বাচন অফিসার মোঃ ইউনুচ আলী। ভোটার তালিকা হালনাগাদ বিষয়ে তথ্য উপস্থাপন করেন থানা নির্বাচন কর্মকর্তা সোমেন বিশ্বাস। আমাদের লক্ষ্য নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন করা ॥ মানিকগঞ্জ থেকে নিজস্ব সংবাদদাতা জানান, নির্বাচন কমিশনার মোঃ আলমগীর বলেছেন, রাজনৈতিক দলগুলোকে নির্বাচনে আনা কমিশনের কাজ নয়। এটা সরকার এবং রাজনৈতিক দলগুলোর বিষয়। তবে বর্তমান কমিশন সব রাজনৈতিক দলের আস্থা অর্জনে কাজ শুরু করছে। আমাদের লক্ষ্য একটি নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করা। শুক্রবার দুপুর ১২টার দিকে মানিকগঞ্জে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের তথ্য সংগ্রহ কাজের উদ্বোধন শেষে নির্বাচন কমিশনার সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি আরও বলেন, সংখ্যাগতভাবে আমাদের যে ইভিএম আছে, তা ১১০ থেকে ১২০ আসনে ভোটগ্রহণের সক্ষমতা রয়েছে। প্রকৃতপক্ষে ৩০০ আসনে ইভিএম পদ্ধতিতে নির্বাচন নিয়ে আমরা চিন্তা-ভাবনা করিনি। তবে রাজনৈতিক দলগুলোর ইভিএমে আস্থা ফিরলে এই সংখ্যা বাড়ানো হতে পারে। ইভিএমে কোন ত্রুটি আছে কি না- তা শনাক্ত করতে জুন মাসের মধ্যেই বিশেষজ্ঞ দলকে ডাকা হবে। যারা পরীক্ষা করবেন তাদের এ দেশের রাজনৈতিক দলগুলোতো বটেই, সকল সচেতন নাগারিকই চিনেন। রাজনৈতিক দলগুলোর সম্মুখে তা পরীক্ষা-নিরীক্ষা করা হবে। বিশেষজ্ঞদের মতামতের পরই জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে কি না- তা সিদ্ধান্ত নেয়া হবে। জেলা প্রশাসক মুহাম্মদ আবদুল লতিফের সভাপতিত্বে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দিন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, জেলা নির্বাচন কর্মকর্তা হাবিবুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন।
×