ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিদ্যুতের দাম বাড়ালে লাগাতার হরতালের হুঁশিয়ারি

প্রকাশিত: ২২:৪৪, ২১ মে ২০২২

বিদ্যুতের দাম বাড়ালে লাগাতার হরতালের হুঁশিয়ারি

স্টাফ রিপোর্টার ॥ বিদ্যুতের দাম বাড়ালে লাগাতার হরতাল পালন করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ২০ দলীয় জোটের শরিক দল লেবার পার্টির নেতারা। শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে দ্রব্যমূল্যের উর্ধগতির প্রতিবাদে লেবার পার্টির ঢাকা মহানগর শাখা আয়োজিত বিক্ষোভ সমাবেশে তারা এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান বলেন, ভোজ্য তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধগতিতে জনমনে নাভিশ্বাস উঠেছে। এর মধ্যে বিদ্যুতের দাম ৫৮ শতাংশ বাড়ানোর পাঁয়তারা গণবিরোধী ও সরকারের দায়িত্বহীন আচরণ। তাই অবিলম্বে বিদ্যুতের দাম বৃদ্ধির পাঁয়তারা বন্ধ না করলে দেশপ্রেমিক জনগণ ও রাজনৈতিক শক্তিকে সঙ্গে নিয়ে লাগাতার হরতাল-অবরোধসহ কঠোর কর্মসূচী দেবে লেবার পার্টি।
×