ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শ্রীলঙ্কার মন্ত্রিসভায় নিয়োগ পেলেন নতুন ৯ সদস্য

প্রকাশিত: ২২:৪৩, ২১ মে ২০২২

শ্রীলঙ্কার মন্ত্রিসভায় নিয়োগ পেলেন নতুন ৯ সদস্য

জনকণ্ঠ ডেস্ক ॥ ইতিহাসের সবচেয়ে মারাত্মক অর্থনৈতিক সঙ্কটের মুখোমুখি হওয়া শ্রীলঙ্কার মন্ত্রিসভায় নয় জন নতুন মন্ত্রীকে নিয়োগ দেয়া হয়েছে। শুক্রবার নিয়োগ পাওয়াদের মধ্যে স্বাস্থ্য, বাণিজ্য ও পর্যটনে দায়িত্বপ্রাপ্ত গুরুত্বপূর্ণ মন্ত্রীরাও রয়েছেন বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। প্রেসিডেন্টের দফতর থেকে দেয়া সংবাদ বিবৃতিতে বলা হয়েছে, ‘নতুন সর্বদলীয় সরকারের মন্ত্রিসভার নয়জন মন্ত্রী প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের কাছে শপথ নিয়েছেন।’ সরকারবিরোধী বিক্ষোভকারীদের চাপে চলতি মাসে প্রেসিডেন্ট গোতাবায়ার বড় ভাই মাহিন্দা রাজাপাকসে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার পর অভিজ্ঞ রাজনীতিক পার্লামেন্টের বিরোধীদলীয় সদস্য রনিল বিক্রমাসিংহে ওই পদে নিয়োগ পান। তারপর থেকে মন্ত্রিসভায় মোট ১৩ জন নতুন সদস্যকে নিয়োগ দিলেন তিনি। ‘আমরা না খেয়ে মরব’- খাদ্য ঘাটতির হুঁশিয়ারি শ্রীলঙ্কায় ॥ চরম অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যে থাকা শ্রীলঙ্কায় এবার খাদ্য ঘাটতির হুঁশিয়ারি দিয়েছেন সেদেশের নবনিযুক্ত প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। বৃহস্পতিবার এক টুইটে রানিল বিক্রমাসিংহে এই সতর্কবার্তা দেয়ার পাশাপাশি আগামী মৌসুমে চাষীদের জন্য পর্যাপ্ত সার আমদানির আশ্বাসও দিয়েছেন। গত বছর এপ্রিলে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে সব রাসায়নিক সারের নিষেধাজ্ঞা আরোপ করলে শ্রীলঙ্কায় খাদ্যশস্যের ফলন দারুণভাবে কমে যায়। সরকার ভুল বুঝতে পেরে সিদ্ধান্ত বদলালেও যথেষ্ট পরিমাণে সার আমদানি করা যায়নি ডলারের অভাবে। টুইটারে রনিল বিক্রমাসিংহে বলেন, চলতি ইয়ালা (মে-আগস্ট) মৌসুমের জন্য সার সংগ্রহের পর্যাপ্ত সময় না থাকলেও (সেপ্টেম্বর-মার্চ) মৌসুমের জন্য পর্যাপ্ত সারের মজুদ নিশ্চিত করতে পদক্ষেপ নেয়া হয়েছে। ‘আমি আন্তরিকভাবে প্রত্যেককে এই পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করার আহ্বান জানাচ্ছি।’
×