ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মাতামুহুরি নদীর পানিতে ডুবে ২ ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু

প্রকাশিত: ১১:২৩, ২০ মে ২০২২

মাতামুহুরি নদীর পানিতে ডুবে ২ ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু

সংবাদদাতা, চকরিয়া, কক্সবাজার ॥ মাতামুহুরি নদীর অববাহিকার চকরিয়ার ২টি স্থানে পানিতে ডুবে ২ জনের অস্বাভাবিক মৃত্যু ঘটেছে। বৃহস্পতিবার রাত ৯ টায় এ ঘটনা ঘটে। জানা যায়, কাকারার মাঝেরফাঁড়ি এলাকার জাহাঙ্গীর আলম ড্রাইভার (৪৫) প্রকৃতির ভ্যাসপা গরম থেকে বাঁচার আশায় স্থানীয় মাতামুহুরী নদীর ব্রিজের রেলিংয়ের ওপর গিয়ে বসেন। কিছুক্ষণ পরে তিনি আকস্মিকভাবে নীচে মাতামুহুরি নদীতে পড়ে যান। স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়া গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে বৃহস্পতিবার বিকেলে মাতামুহুরী নদী থেকে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ এমদাদুল হকের (৮০) লাশ উদ্ধার করা হয়েছে। উপকূলীয় বদরখালীর পূর্ব ছনুয়াপাড়ায় এ ঘটনা ঘটে। সলিলসমাধি হওয়া বৃদ্ধ এমদাদুল হক স্থানীয় মৃত নজির আহমদের পুত্র। তিনি গোসল করার জন্য মাতামুহুরি নদীতে নামেন। পরে তার মৃতদেহ ভেসে উঠে। চকরিয়া থানা পুলিশের উপস্থিতিতে তার মরদেহ উদ্ধার করা হয়। চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ দাফনের অনুমতি দেয়া হয়।
×