ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

চোটে মৌসুম শেষ আর্চারের

প্রকাশিত: ২৩:৫৭, ২০ মে ২০২২

চোটে মৌসুম শেষ আর্চারের

স্পোর্টস রিপোর্টার ॥ গত বছরের জুলাইয়ে সর্বশেষ কোন প্রতিযোগিতামূলক ম্যাচে খেলেছিলেন জোফরা আর্চার। কনুইয়ে অস্ত্রোপচারের কারণে এর পর থেকেই মাঠের বাইরে ছিটকে পড়েন ইংল্যান্ডের এই তারকা পেসার। কিন্তু গত সপ্তাহে পিঠে ব্যথা অনুভব করেন তিনি। আর সেই চোটেই কপাল পুড়লো তার। পিঠের চোটের কারণে পুরো মৌসুমের জন্যই মাঠের বাইরে ছিটকে পড়েছেন জোফরা আর্চার। বৃহস্পতিবার এক বিবৃতিতে ঠিক এমনটাই জানায় ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এর ফলে আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি২০ বিশ্বকাপে আর্চারকে পাবে না ইংল্যান্ড। শুধু তাই নয়? ২৭ বছরের এই তারকা পেসার কবে মাঠে ফিরবেন সে বিষয়েও নিশ্চিত করে কিছু বলতে পারছেন না কেউ। ইংল্যান্ডের হয়ে ১৩টি টেস্ট, ১৭টি ওয়ানডে এবং ১২টি টি২০ ম্যাচ খেলেছেন আর্চার। এই সময়ে সব মিলিয়ে ৮৬টি আন্তর্জাতিক উইকেট দখল করে বিশ্ব ক্রিকেটের পাদপ্রদীপের আলোয় উঠে আসেন তিনি।
×