ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জাতীয় দল থেকে অবামেয়াংয়ের অবসর

প্রকাশিত: ২৩:৫৫, ২০ মে ২০২২

জাতীয় দল থেকে অবামেয়াংয়ের অবসর

স্পোর্টস রিপোর্টার ॥ হঠাৎ করেই অবসরের ঘোষণা দিলেন পিয়েরে-এ্যামেরিক অবামেয়াং। গ্যাবনের হয়ে আন্তর্জাতিক ফুটবলে আর খেলবেন না ৩২ বছর বয়সী এই তারকা ফুটবলার। তবে ক্লাব ফুটবলে খেলা চালিয়ে যাবেন চলতি বছরেই আর্সেনাল ছেড়ে বার্সিলোনায় নতুন করে ঠিকানা গড়া পিয়েরে-এ্যামেরিক অবামেয়াং। ২০২৩ আফ্রিকা কাপ অব ন্যাশন্সের কোয়ালিফায়িং রাউন্ডের মিশন শুরুর ঠিক আগে তার অবসরের বিষয়টি নিশ্চিত করেন দ্য গ্যাবন ফুটবল ফেডারেশন। জানিয়েছে, দেশটির অধিনায়ক অবামেয়াংয়ের অবসরের বিষয়ে মঙ্গলবার একটি চিঠি গ্রহণ করেছেন তারা। এর ফলে জাতীয় দলের সঙ্গে ১৩ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানলেন আবামেয়াং। চিঠিতে অবামেয়াং গ্যাবনিজ সমর্থক, কোচ, সতীর্থদের ধন্যবাদ জানিয়েছেন। সেইসঙ্গে পিতা পিয়েরে অবামেয়াং যিনি ৮০ ও ৯০ এর দশকে গ্যাবনের হয়ে খেলেছেন তার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বার্সিলোনার এই তারকা ফুটবলার। জাতীয় দলের জার্সিতে ৭২টি ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন অবামেয়াং। এই সময়ে দেশের হয়ে সর্বকালের সর্বোচ্চ ৩০টি গোল করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যান তিনি। শুধু তাই নয়? অবামেয়াং যখন তার সেরা ফর্মে ছিলেন সেই ২০১২ সালে আফ্রিকান নেশন্স কাপের কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতাও অর্জন করেছিল গ্যাবন। আন্তর্জাতিক অঙ্গনে যা এখন পর্যন্ত গ্যাবনের সেরা ফলাফল। কিন্তু জাতীয় দলের হয়ে সর্বশেষ টুর্নামেন্টের অভিজ্ঞতা খুব সুখকর ছিল না অবামেয়াংয়ের। কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার পর ফুসফুসের জটিলতা দেখা দেয়ায় ক্যামেরুনে অনুষ্ঠিত আফ্রিকান নেশন্স কাপের দল থেকে তাকে বাদ দেয়া হয়। আগামী বছর আইভোরি কোস্টে অনুষ্ঠিত হবে আফ্রিকান নেশন্স কাপের পরবর্তী আসর। যে আসরকে সামনে রেখে দুই সপ্তাহের মধ্যেই বাছাইপর্ব শুরু করবে গ্যাবন। কিন্তু তার ঠিক আগেই অবসরের সিদ্ধান্ত নিলেন সাবেক আর্সেনালের এই তারকা ফুটবলার।
×