ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রাবির আবাসিক হলে মধ্যরাতে শিক্ষার্থীকে নির্যাতন!

প্রকাশিত: ২৩:৪৯, ২০ মে ২০২২

রাবির আবাসিক হলে মধ্যরাতে শিক্ষার্থীকে নির্যাতন!

রাবি সংবাদদাতা ॥ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মতিহার হলে ছাত্রলীগ কর্মীসহ সাত শিক্ষার্থী মিলে নূর আলম নামের এক শিক্ষার্থীকে মানসিক ও শারীরিক নির্যাতন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাত ১টায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন বাংলা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভুক্তভোগী ওই শিক্ষার্থী। নিজের নিরাপত্তা চেয়ে প্রক্টর বরাবর অভিযোগপত্রও দিয়েছেন তিনি। অভিযুক্ত আব্দুল্লাহ আল মামুন স্বদেশ মতিহার হল ছাত্রলীগের পদপ্রত্যাশী ছিলেন বলে জানা গেছে। এছাড়া অন্য অভিযুক্তরা হলেন বাংলা বিভাগের শিক্ষার্থী শাহীন, তানভীর, জুবায়ের, জারিফ, অনাবিল ও অঙ্গত। ভুক্তভোগী শিক্ষার্থী জানান, বৃহস্পতিবার রাত ১টায় বাংলা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শাহীন ও তানভীর আমাকে ঘুম থেকে তুলে স্বদেশ ভাইয়ের রুমে ডেকে নিয়ে যায়। সেখানে জুবায়ের, জারিফ, অনাবিল ও অঙ্গতসহ পাঁচজন উপস্থিত ছিলেন। তারা আমাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করেন। জুবায়ের ও তানভীর মাথার পেছনেও আঘাত করে। এতে আমি অসুস্থ হয়ে পড়েছি। প্রায় সোয়া এক ঘণ্টা যাবত তারা আমার ওপর এই নির্যাতন করে। আমাকে প্রাণের হুমকি ও ভয় দেখায় তারা। আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। মারধরের বিষয়ে জানতে চাইলে অস্বীকার করেন অভিযুক্ত ছাত্রলীগকর্মী স্বদেশ। তিনি বলেন, ‘নূর আলম আমার বিভাগের ছোট ভাই। ও বিভাগের এক সিনিয়র বড় ভাইয়ের সঙ্গে বেয়াদবি করেছে। সেজন্য রাতে ডেকে জানছিলাম কি হইছে না হইছে। সে রীতিমতো সবার সঙ্গে বেয়াদবি করছিল। তার সামনে তার বিভাগের কয়েকজন বড় ভাই ছিল তাদের সঙ্গেও বেয়াদবি করেছে।
×