ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ফতুল্লায় গ্যাসের আগুনে দগ্ধ গৃহকর্তার ৯ দিন পর মৃত্যু

প্রকাশিত: ২১:২৮, ১৯ মে ২০২২

ফতুল্লায় গ্যাসের আগুনে দগ্ধ গৃহকর্তার ৯ দিন পর মৃত্যু

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জের ফতুল্লার পোষ্ট অফিসের রেললাইন এলাকায় গ্যাসের রাইজারের লিকেজের আগুনে দগ্ধ গৃহকর্তা আনোয়ার হোসেন (৪৫) ৯ দিন পর ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন এ্যান্ড প্লাষ্টিক সার্জারী ইউনস্টিটিউটে চিকিৎসাধীন মারা গেছেন। বৃহস্পতিবার সকাল ১০টায় দগ্ধ আনোয়ার হোসেন মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ রিজাউল হক। একই ঘটনায় নিহত আনোয়ার হোসেনের স্ত্রী রোজিন বেগম(৪০) তার ছেলে রোহান (৯) এখনও একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত আনোয়ার হোসেনের বাড়িওয়ালা কাউসার আহেমদ বলেন, দগ্ধ আনোয়ার হোসেন বৃহস্পতিবার সকাল ১০টায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন এ্যান্ড প্লাষ্টিক সার্জারী ইউনস্টিটিউটে মারা যান। তার শরীর ৪০ শতাংশ পুড়ে গিয়েছিল। একই ঘটনায় নিহত আনোয়ার হোসেনের স্ত্রী ও ছোট ছেলে এখনও চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার দিন প্রাথমিক চিকিৎসা শেষে তার বড় ছেলে রোমান(১৭)কে ছেড়ে দেয়া হয়। উল্লেখ্য, গত ১০ মে ফতুল্লার পোষ্ট অফিসের রেললাইন এলাকায় গ্যাসের রাইজারের লিকেজের আগুনে শিশু ও কিশোরসহ একই পরিবারের চারজন দগ্ধ হন। ঐদিনই দগ্ধদের উদ্ধার করে স্থানীয় লোকজন রাজাধীর শেখ হাসিনা জাতীয় বার্ন এ্যানড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
×