ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভাঙ্গা ঘরে জীবনের ঝুঁকি নিয়ে আওয়ামী লীগ নেতার বসবাস

প্রকাশিত: ১৯:১৪, ১৯ মে ২০২২

ভাঙ্গা ঘরে জীবনের ঝুঁকি নিয়ে আওয়ামী লীগ নেতার বসবাস

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ২০০১ সালের নির্বাচন পরবর্তী সময়ে শুধুমাত্র আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী হওয়ায় তাকে একাধিকবার বিএনপি-জামায়াতের চারদলীয় জোট সরকারের স্থানীয় ক্যাডারদের হামলার শিকার ও চারটি মামলার আসামি হতে হয়েছে। আওয়ামী লীগকে ভালবাসার অপরাধে কতিপয় ছাত্রদল ক্যাডারকে চাঁদা দিয়ে তাকে এলাকায় থাকতে হয়েছে। সেই দুর্দীনের আওয়ামী লীগ নেতার প্রাণের দল আজ দীর্ঘ মেয়াদে ক্ষমতায় থাকা সত্বেও তার ভাগ্যে জোটেনি সরকারীভাবে বরাদ্দকৃত ঘর। ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের। আজ বৃহস্পতিবার সকালে ওই ওয়ার্ডের বাসিন্দা ও উপজেলা কৃষকলীগের প্রচার সম্পাদক এবং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসহাক বেপারী ওরফে সাকী’র বাড়িতে গিয়ে দেখা গেছে, কয়েকটি বাঁশের খুঁটির ওপর পুরাতন টিনের ছাউনী, চারিপাশে হোগল পাতার বেড়া দিয়ে বানানো ঝুপড়ি ঘরের মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে স্ত্রী-সন্তানদের নিয়ে বসবাস করছেন এসহাক বেপারী ওরফে সাকী। আওয়ামী লীগ নেতা এসহাক বেপারী ওরফে সাকী বলেন, আমার প্রাণের দল আওয়ামী লীগ সরকার গঠনের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীনদের জন্য বসতঘর করে দিচ্ছেন। ইতোমধ্যে বাটাজোর ইউনিয়নের ১৪টি পরিবারের জন্য সরকারি বরাদ্দের বসতঘর নির্মাণ করা হয়েছে। তিনি আরও বলেন, আমি সরকারিভাবে বরাদ্দকৃত একটি বসতঘরের জন্য স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে দলীয় নেতৃবৃন্দের কাছে ধর্না দিয়েও এখন পর্যন্ত কোন সুফল পাইনি। ফলে ঝড়-বৃষ্টির এ মৌসুমে স্ত্রী-সন্তান নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে আমি দিনাতিপাত করছি। বলেই কান্নায় ভেঙ্গে পরেন সাকী। আওয়ামী লীগ নেতা এসহাক বেপারী সাকী সরকারীভাবে বরাদ্দকৃত একটি বসতঘর পাওয়ার জন্য স্থানীয় সংসদ সদস্য ও মন্ত্রী আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ’র হস্তক্ষেপ কামনা করেছেন। এ ব্যাপারে বাটাজোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রব হাওলাদার বলেন, এসহাক বেপারী সাকী দলের দুর্দীনের একজন কর্মী। জমি আছে ঘর নেই প্রকল্পের তালিকায় তার নাম রয়েছে। আশা করছি খুব শীঘ্রই তিনি সরকারিভাবে বরাদ্দকৃত ঘর পাবেন।
×