ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বগুড়ায় আন্তঃনগর ট্রেন অবরোধ করে রেল কর্মচারীদের বিক্ষোভ

প্রকাশিত: ১৮:২২, ১৯ মে ২০২২

বগুড়ায় আন্তঃনগর ট্রেন অবরোধ করে রেল কর্মচারীদের বিক্ষোভ

অনলাইন রিপোর্টার ॥ বোনারপাড়া স্টেশনে এক রেল কর্মকর্তাকে লাঞ্ছিত করার প্রতিবাদ ও দোষীদের গ্রেফতারর দাবিতে বৃহস্পতিবার বগুড়ায় রেলওয়ের প্রকৌশল বিভাগের চতুর্থ শ্রেনীর কর্মচারীরা ঢাকাগামী আন্তঃনগর ট্রেন অবরোধ করে বিক্ষোভ করেছে। পরে রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপকের আশ্বাসে অবরোধকারীরা সরে যায়। রেলওয়ে কর্মকর্তা ও কর্মচারীরা জানায়, বুধবার বিকালে বোনারপাড়া রেলস্টেশনে প্রাচীর নির্মান কাজ নিয়ে বোনারপাড়া ইউপি চেয়ারম্যান ও তার লোকজন রেলওয়ে বগুড়া’র সহকারী নির্বাহী প্রকৌশলী সাইদুর রহমানের ওপর হামলা ও লাঞ্ছিত করে। এঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার বোনারপাড়ায় রেল কর্মচারীরা বিক্ষোভ সমাবেশ করে ও ঢাকাগামী আন্তঃনগর ট্রেন থামায়। লালমনি এক্সপ্রেস নামে এই ঢাকাগামী আন্তঃনগর ট্রেনটি বগুড়া রেলওয়ে স্টেশনে পৌঁছলে রেলের প্রকৌশল বিভাগের ওয়েম্যানসহ অন্যান্য কর্মচারীরা ‘রেলওয়ে কর্মকর্তা কমচারীর’ ব্যানারে বিক্ষোভ করে ট্রেনের সামনে লাইনের ওপর শুইয়ে পড়ে। তারা রেলকর্মকর্তাকে লাঞ্চিত করার প্রতিবাদ ও হামলাকারীদের শাস্তির দাবি জানিয়ে ট্রেন অবরোধ করে আটকে রাখে। পরে ওই ট্রেনে আসা রেলওয়ে লালমনির হাটের বিভাগীয় ব্যবস্থাপক মোঃ শাহ সুফি নুর মোহাম্মাদ অবরোধকারী কর্মচারীদের ওই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিলে অবরোধকারীরা তাদের অবোরাধ প্রত্যাহার করে নেয়। এতে নির্ধারিত সময়ের প্রায় ১২ মিনিটের বেশি সময় আটকে থাকার পর আন্তঃনগর ট্রেনটি বগুড়া স্টেশন ত্যাগ করে। বগুড়ার স্টেশন মাস্টার সাজেদুর রহমান সাজু জানান, রেলস্টেশনে ট্রেন আটককে বিক্ষোভের বিষয়টি তিনি উর্দ্ধতন কর্মকর্তা ও পুলিশকে জানিয়েছেন। তিনি আরো জানান, নিয়ম অনুযায়ি আন্তঃনগর ট্রেনটি বগুড়া স্টেশনে ৩ মিনিট বিরতি নেয়ার কথা। সেখানে ট্রেনের সামনে শুইয়ে পড়ে বিক্ষোভের কারনে অতিরিক্ত ১২ মিনিট পর ট্রেনটি বগুড়া স্টেশন ত্যাগ করে।
×