ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সুনামগঞ্জের নদ-নদীর পানি বিপৎসীমার ১৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে

প্রকাশিত: ১৩:৪৬, ১৯ মে ২০২২

সুনামগঞ্জের নদ-নদীর পানি বিপৎসীমার ১৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে

অনলাইন ডেস্ক ॥ টানা বৃষ্টিপাত ও উজান থেকে আসা পহাড়ি ঢলে সুনামগঞ্জের নিম্নাঞ্চল ব্যাপকভাবে প্লাবিত হয়েছে। সুনামগঞ্জের নদ-নদীর পানি বিপৎসীমার ১৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে । বন্যার পানিতে অনেক রাস্তাঘাট তলিয়ে গেছে। পানিবন্দি হয়ে পড়েছেন অর্ধলক্ষাধিক মানুষ। আজ বৃহস্পতিবার (১৯ মে) সকালে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে জেলার নদ-নদীর পানি বিপৎসীমার ১৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে । বন্যা কবলিত মানুষ জানান, পানি বাড়তে থাকলে তাদেরও দুর্ভোগ বাড়তে থাকবে। ছেলে মেয়ে নিয়ে না খেয়ে আছি অনেক পরিবার।
×