ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নার্স বদলি ও অনিয়ম দুর্নীতি বিষয়ে তদন্তের নির্দেশ হাইকোর্টের

প্রকাশিত: ০১:৫৮, ১৯ মে ২০২২

নার্স বদলি ও অনিয়ম দুর্নীতি বিষয়ে তদন্তের নির্দেশ হাইকোর্টের

স্টাফ রিপোর্টার ॥ দেশের সব হাসপাতালে নার্স বদলি, অর্থ লেনদেন, বাণিজ্য সংক্রান্ত অনিয়ম-দুর্নীতির বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ সংক্রান্ত রিটের শুনানি নিয়ে বুধবার বিচারপতি মোঃ মজিবর রহমান মিয়া ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন রিটকারী আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব। একই সঙ্গে, বদলি বাণিজ্যে চিহ্নিত ও জড়িত মামলার বিবাদী জামাল উদ্দিন, তার স্ত্রী, পরিবারের সদস্য এবং অন্যান্যদের ব্যাংক হিসাব জব্দ করার জন্যে দুদুককে বলেছেন আদালত। দুর্নীতি দমণ কমিশন দুদককে এ বিষয়ে তদন্ত করে আগামী ২৬ জুলাই এর মধ্যে প্রতিবেদন দাখিল করার জন্যে বলেছেন আদালত। এর পরে এ বিষয়ে পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোহাম্মদ কাওছার ও ব্যারিস্টার মোহাম্মদ মাজেদুল কাদের। অন্যদিকে, দুর্নীতি দমন কমিশন দুদকের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী এ্যাডভোকেট মোঃ খুরশীদ আলম খান। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।
×