ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শ্রীলঙ্কায় ক্ষমতাসীন দলের দুই এমপিসহ আটক ৯০০

প্রকাশিত: ০১:৫২, ১৯ মে ২০২২

শ্রীলঙ্কায় ক্ষমতাসীন দলের দুই এমপিসহ আটক ৯০০

জনকণ্ঠ ডেস্ক ॥ শ্রীলঙ্কায় সম্প্রতি সহিংস ঘটনার জেরে সন্দেহভাজন হিসেবে ক্ষমতাসীন দল পদুজানা পেরামুনার (এসএলপিপি) দুই আইনপ্রণেতাসহ এখন পর্যন্ত অন্তত নয়শ’ জনকে আটক করা হয়েছে। আটক হওয়া ওই দুই সংসদ সদস্য হলেন সনৎ নিশান্ত ও মিলন জয়থিলাকে। গত ৯ মে গ্যালা ফেইস গ্রিন ও কোল্লুপিতিয়াসহ দেশের বিভিন্ন স্থানে সহিংস ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়। খবর কলম্বো গেজেট ও ডেইলি মিররের। পুলিশের মুখপাত্র এসএসপি নিহাল থালদুয়া বলেন, আটকদের মধ্যে আদালতের মাধ্যমে ৪১২ জনকে রিমান্ডে নেয়া হয়েছে। একই সঙ্গে ৩৬৪ জনকে মুক্তি দেয়া হয়েছে। তিনি আরও বলেন, ১৭ মে পুলিশ আরও ২১৯ জনকে আটক করেছে। এদের মধ্যে ৫৭ জনকে রিমান্ডে নেয়া হয়েছে। তাদের বিরুদ্ধে ৯ মে থেকে কার্ফু লঙ্ঘন, সরকারী-বেসরকারী সম্পদ ধ্বংস ও লুট করার অভিযোগ আনা হয়েছে বলেও জানান তিনি।
×