ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনে অন্ধকার থেকে আলোয় ফিরেছে দেশ ॥ আমু

প্রকাশিত: ০১:১৫, ১৯ মে ২০২২

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনে অন্ধকার থেকে আলোয় ফিরেছে দেশ ॥ আমু

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে অন্ধকার থেকে আলোয় ফিরেছে বাংলাদেশ। পুনরুদ্ধার হয়েছে গণতন্ত্র। শেখ হাসিনার নেতৃত্বে জঙ্গীবাদ দমন ও অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গঠনে মুক্তিযুদ্ধের সপক্ষের রাজনৈতিক দলগুলোর ঐক্য গড়ে উঠেছে। বুধবার আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কেন্দ্রীয় ১৪৫ দলের ভার্চুয়াল আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখতে গিয়ে আমির হোসেন আমু আরও বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন এবং পরবর্তীতে রাষ্ট্রীয় ক্ষমতায় আসার কারণে বাংলাদেশে বিচারহীনতার সংস্কৃতি দূর হয়েছে। আওয়ামী লীগের এই প্রবীণ নেতা বলেন, শেখ হাসিনা ক্ষমতায় না এলে যুদ্ধাপরাধীদের বিচার তো দূরের কথা, বঙ্গবন্ধু হত্যার বিচারই হতো না। একমাত্র শেখ হাসিনার সাহসীকতার কারণেই তা সম্ভব হয়েছে। তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনায় গণতান্ত্রিক অভিযাত্রায় সকল ষড়যন্ত্র মোকাবেলায় ১৪ দল জোটবদ্ধভাবে কাজ করবে। মুক্তির দূত হয়ে আসেন শেখ হাসিনা- নানক ॥ আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য এ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ১৯৮১ সালে জেনারেল জিয়াউর রহমানের নেতৃত্বে যখন বাংলাদেশ খুনীদের এক অভয়ারণ্য সৃষ্টি হয়েছিল, ঠিক সে সময় মানুষের জন্য মুক্তির দূত হয়ে দেশের মাটিতে পদার্পণ করেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। বুধবার জাতীয় জাদুঘরে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত আলোচনা সভা এবং শিক্ষা উপকরণ ও ক্রীড়াসামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।
×